সাধারন এবং নাগরিক জীবনে বিশ্বাসী!!! আজকে আমি কথা বলব "Negative Marketing"-এর উপর। আসলে Negative marketing বলতে আমরা কি বুঝি? যদি সহজ কথায় বলি, Customer-এর Attention নেওয়ার জন্য যখন কোনো ফার্ম বা ব্যাক্তি মার্কেটে "উলঙ্গ " হয়ে হাটে তাকেই নেগেটিভ মার্কেটিং বলে। তার মানে, Customers won’t easily forget the message they have received from the firm. Finally, the firm captures the attention of the readers or viewers and able to get an edge over the competition.
Classic Example: University of South Asia-এর রিসেন্ট মার্কেটীং স্ট্র্যাটেজী। কতটা হাস্যকর তা বিজ্ঞাপনে দেওয়া ম্যাসেজ স্টোরীটা দেখলেই বুঝবেন । মূলত এই ভার্সিটিটা এই জিনিষটাই চাচ্ছে যে, মানুষ তাদের নিয়ে হাসবে-উপহাস করবে এবং এর মাধ্যমেই তারা কাস্টমারের এটেনশন নেওয়ার চেষ্টা চালাবে।
অনেক ক্ষেত্রে Negetive marketing ব্যাপক মুনাফা বয়ে আনে কোম্পানীর জন্য। যদি আরেকটা উদাহরন দেই, কোচিং মার্কেটে S@ifurs,- এর দুইটা বিখ্যাত স্লোগান আছেঃ
১) হাসিটা ইংরেজীতে দিলে চাকুরীটা হয়েই যেত
২) আপনার এক পা বাংলাদেশে আরেক পা অস্ট্রেলিয়াতে।
(স্লোগান ২ টা এতটাই মারাত্নক হাস্যকর ছিল যা সহজেই Customer-এর Attention নিতে Successful হয়েছিল)
এই স্লোগান মার্কেটে Publicize করার পর S@ifurs Coaching তাদের স্পোকন কোর্সে পোলাপাইন জায়গা দিতে পারে নাই। পরে তারা ডিমান্ড কমানোর জন্য Demarekting Strategy এপ্লাই করতে হয়েছিল। পরে কোনো এক সময় Demarketing Strategy নিয়ে আলোচনা করব।
[img|http://ciu.somewherein.net/ciu/image/16469/small/?token_id=ca514596fc73d90c88029d59d0dd7808
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।