আমাদের কথা খুঁজে নিন

   

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না,আমার এতো সাধের কান্নার দাগ ধুইয়ো না

ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না দোহাই গানের বিনা মন কে ভরে তুলো না দেখেই তাকে ব্যাথার এ গান ভুলো না সে যেন এসে শোনে তার বিরহে কি সুর আমি সেধেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না ক্লান্ত প্রদীপ ওগো হঠাৎ আলোয় ফুটো না দেখেই তাকে উজার হয়ে উঠো না সে যেন এসে জানে কোন আধারে এ রাত আমি বেধেছি ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।