ভাবতেসি!
অনেক দিন থেকেই শখ ছিলো নিজের একটা ব্লগ খুলবো কিন্তু সমস্যা ছিলো আমি এ ব্যাপারে তেমন জানি না। আর প্রোগ্রামিং আমার জন্য না। তাই বেছে নেয়া হলো থার্ডপার্টি এপ্লিকেশন জুমলা পরে গেলাম ওয়ার্ডপ্রেস এ। কিন্তু বিপত্তি বাঁধলো ওয়ার্ডপ্রেসের আমার ব্যবহার করা থিম অন্য একজন ব্লগার কে ব্যবহার করতে দেখে আর তাছাড়া ওয়ার্ডপ্রেস আমার পছন্দ না, তাই বেছে নিলাম ব্লগস্পট কে। শখানেক টেমপ্লেট খুঁজে মনের মতো একটা টেমপ্লেট পেলাম। একটু ঘুরে দেখে আসুন । কিছু পোস্ট আপাতত দেয়া আছে, সামু ব্লগে লেখা আমার কিছু পোস্ট আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার সবগুলো পোস্ট এড করে ফেলবো।
ব্লগ এড্রেস-
http://www.saifimam.co.nr
or
http://saifimam.blogspot.com
স্ক্রিনশট দেখতে চাইলে-
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।