অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে।
এই পথ যদি না শেষ হয়
কেমন হত তুমি বল তো
নাম জানা নেই ফুলটার । কেউ জানলে জানাবেন আশা করি
আঁধারে জ্বলছি একা
অ্যাঞ্জেল
স্বপ্নসারথি
ক্যামেরার চোখে ক্যামেরা
ভালবাসা মানে?
জানিনা আমি।
ভালবাসার উপমা?
শুধুই তুমি।
আমার কাছে
ভালবাসা মানে,
আমার মাঝেই
খুঁজে পাওয়া তুমি।
লাইট ফটোগ্রাফি। সামুতেই এটার হাতেখড়ি।
সবাই নিশ্চয়ই চিনেন ।
না চিনলে আওয়াজ দিয়েন
গোধূলি
এটা আমার তোলা না। হবু বউ এর তোলা। ক্যামেরাটা আমাদের দুজনের। তাই তার একটা দেয়া সমীচীন
অনেকদিন পর ছবি ব্লগ দিলাম। ব্লগে বর্ষপূর্তি হয়ে গেছে কিছুদিন আগে।
কাজের চাপে আর পোস্ট দেয়া হয়নি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই একবছর আমার পথচলায় সঙ্গ দেয়ায়। ফটোগ্রাফির উপর আমার অনুরাগ আগে কখনোই ছিল না। সামু তে এসে বিখ্যাত সব ফটোগ্রাফার ভাই দের ছবি গুলা দেখে আর আমার প্রথম ফটোগ্রাফি ব্লগ সামুতে দেয়ার পর সবার অনুপ্রেরনায় কখন যেন এটার প্রতি আসক্ত হয়ে গেছি। তারপর ডি এস এল আর টা কেনা, তারপর ধুমায়ে ছবি তোলা।
এসব নিয়ে একদিন সময় করে লিখে ফেলব আশা রাখি।
সবার দোয়া প্রত্যাশায়............. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।