দুই সপ্তাহ আগে গেছিলাম পাওয়ারসকোর্ট নামে এক যায়গায় ঘুরতে। যায়গাটা আয়ারল্যান্ডের উইক্ল কাউন্টিতে। আবহাওয়াও আছিলো মাস্আল্লাহ। আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করলাম। দুঃখের বিষয় ভাল ক্যামেরা ছিল না, কেননের সাধারন পয়েন্ট এন্ড শুট ক্যামেরা পাওয়ারশট এ ৫৩০ দিয়ে তোলা।
ঘুরার অনেক জায়গা ছিল কিন্তূ শুধু ঝরনা দেইখাই ক্ষান্ত দিতে হইলো। প্রতিজ্ঞা করছি এস এল আর ছারা আর ঘুরতে বাইর হব না। ইটস এ শেইম। আর ৫০০কেবির বেশি ছবি আপলোডানো না যাওয়াও সামুর শেইম। আমাদের সাথে যারা গেছিলো ভিডিও ক্যামেরা নিয়া অরা বোকার মত খালি দারায়া ছিল আর স্টিল অলাগোর ছবি তুইলা দিয়া হেল্প করতেছিল।
আর আমরা সস্তার উপর কত মজা করলাম। আসলেই স্টিল ক্যামেরা ইজ সো মাচ ফান।
বিঃদ্রঃ চশমা পইরা পোজ দেওয়াটা কিন্তু আমি না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।