Apocalypto (2006)
Imdb Rating: 7.8
Top 250 #
Personal Rating: 9/10
Nominated for 3 Oscars. Another 7 wins & 14 nominations
Rotten Tomatoes: 65% Audience: 79%
Director: Mel Gibson
অ্যাপোক্যালিপ্টোর কাহিনী ১৫০০ সালের দিকে তখন মায়া সভ্যতা বিলুপ্তির দ্বারপ্রান্তে। পুরোহিতরা ঘোষনা করেন টিকে থাকতে হলে আরও মন্দির তৈরী করতে হবে, দিতে হবে নরবলি। সে জন্যই রাজার অনুচররা জঙ্গলের এক ছোট্ট গ্রামে অন্য উপজাতীদের উপর হামলা চালায়।
হামলা দেখে জাগুয়ার প (Jaguar Paw-রুডি ইয়ং ব্লাড)তার প্রেগনান্ট স্ত্রী সেভেন (ডানিয়া হার্ননাডেজ) ও ছোট ছেলেটিকে একটি গভীর গর্তে লুকিয়ে রাখে। তার স্ত্রী ও বাচ্ছাদের নিরাপদ রাখার জন্য ধরা দেয় জাগুয়ার প ।
গ্রামবাসী সকলকে বন্দী করে রাজার অনুচাররা। জাগুয়ার প ও তার সঙ্গীরা দীর্ঘ ও যন্ত্রনাদায়ক যাত্রার পর শহরে পৌছে দেখতে পারে পিরামিডের শীর্ষে জল্লাদের এক কোপেই ধড় থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে একের পর এক মাথা। বুঝতে পারে তাদের বলি দেয়া হবে। চোখের সামনে প-য়ের সঙ্গী বলি হবার পর খোদ প-য়ের বলি হওয়ার পালা।
তাকে যখন বলি দেয়া হচ্ছিল ঠিক সেই সময় পূর্ণগ্রাস সূর্য গ্রহণের জন্য চারদিক অন্ধকার হয়ে যায়।
বিজ্ঞ পুরোহিত বলেন, নরবলিতে ঈশ্বর ইতিমধ্যেই সন্তুষ্ট হয়েছেন। বন্দিদের ছেড়ে দেয়া যেতে পারে। কিন্তু রাজার দুষ্ট অনুচরদের পাতানো খেলায় তীর আর বল্লমের খোচায় মারা যায় সবাই বেঁচে থাকে শুধু প । দৌড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং দীর্ঘ উঁচু জলপ্রপাত থেকে ঝাঁপ দিয়ে পালায় তারপরও তারা প-য়ের পিছু ছাড়েনি অনুচররা । গভীর জঙ্গলে চলতে থাকে ধাওয়া আর লুকোচুরি।
দর্শকদের নিশ্বাস ভুলে যাবার পালা। এরপর কিভাবে প বাঁচলেন, বৃষ্টির পানিতে টুইটম্বুর গর্ত থেকে সন্তান ও সদ্য প্রসবা স্ত্রীকে উদ্ধার করলেন সেটা স্রেফ দেখার বিষয়।
In Theaters ecember 8, 2006
MPAA Rating : R (for sequences of graphic violence and disturbing images)
Run Time : 2 hours 18 minutes
Distributors : Walt Disney Studios Distribution
Box Office : $50,859,888
Mel Gibson : Director
CAST
Dalia Hernandez : Seven
Mayra Serbulo : Young Woman
Gerardo Taracena : Middle Eye
Raoul Trujillo : Zero Wolf
Rudy Youngblood : Jaguar Paw
Jonathon Brewer : Blunted
আরো কিছু মুভি রিভিউ যারা দেখননি তাদের জন্য ।
Taxi Driver (1976)-হৃদয় আলোড়িত মুভি
E.T.: The Extra-Terrestrial (1982)- হৃদয় আলোড়িত মুভি
Saving Private Ryan (1998) হৃদয় আলোড়িত মুভি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।