আমাদের কথা খুঁজে নিন

   

গোষ্ঠগোপাল দাস - মরমী পল্লীগীতি সংকলন

মরণ আমার ভালো লাগে গোষ্ঠগোপাল দাস (জানুয়ারী ৮, ১৯৪৮ - ডিসেম্বর ৪, ১৯৮৬) ছিলেন পল্লীগীতি, তথা ভাটিয়ালী, ভাওইয়া, মুর্শিদী গানের মরমী শিল্পী। তিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলীতে জন্মগ্রহন করেন। সুমিষ্ট কণ্ঠে, সুরেলা গলায় তাঁর পল্লী গান তাঁকে অতি অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ১৯৮৬ সালে, মাত্র ৩৮ বছর বয়সে ক্ষণজন্মা এই দরদী শিল্পী পরলোকগমন করেন। গোষ্ঠগোপাল দাস - মরমী পল্লীগীতি সংকলন ০১ আবাদ বাড়াও ফসল ফলাও ০২ আমি আর কথা কইমু না ০৩ ভাবো কে সোনার চাঁদ ০৪ চাঁদের গায়ে চাঁদ লেগেছে ০৫ এ বিরহ জ্বালা ০৬ এমন মানব জনম ০৭ ঘুমাইয়ো না আর বেহুলা ০৮ গুরু না ভজি মুই ০৯ কে যাও তুমি ১০ কোন পড়শির বিড়াল ডাকে ১১ কোথায় ছিলাম কোথায় এলাম ১২ মিয়া, সাইকেল হাতঘড়ি ১৩ মন প্রান সঁপিলাম ১৪ নাতি আমাগো বাড়ি যাইয়ো ১৫ নোলক চাইয়া ধরছে বায়না ১৬ ও আমার মন ময়না পাখিরে ১৭ ও আমার দয়াল রে ১৮ ও ভাই চিকন কালা ১৯ ও নাগর কইয়া যাও ২০ ও রাধে রসিয়া ২১ ও রে মোর কালা রে কালা ২২ ওরে হাড় মোর জ্বলিয়া গেলো ২৩ ওরে কোন বা ঝাড়ের বাঁশে রে ২৪ ওরে ও কলে কেউ কারেও ফেলে না (ইঁদুর মারা কল) ২৫ ওরে ও মোর ছোট বোন ২৬ পথ চেনে না, ঘাট চেনা না ২৭ পিসির জন্য পিসামশাই ২৮ পরান বন্ধুরে, ভালবাইসা তোর মন পাইলাম না রে অ্যালবাম - 'গুরু না ভজি মুই' ও 'এমন মানুষ পেলাম না' কোয়ালিটি - ১২৮ ও ১৬৫ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৬৭ মেগাবাইটস ডাউনলোড - গোষ্ঠগোপাল দাস - মরমী পল্লীগীতি সংকলন  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।