আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিল্যান্সিং শুরু করতে চাইছি। ফ্রিল্যান্সিংয়ে অভিজ্ঞদের পরামর্শ ও সাহায্য কামনা করছি।

কম্পিউটার ব্যবহারকারী হিসেবে পুরাতন বলতে পারি নিজেকে। ২০০১ সাল থেকে কম্পিউটার ব্যবহার করছি। বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে কাজ করছি ক্যাড অপারেটর হিসেবে। আমি থাকি সোনারগাঁ। ফ্রিল্যান্সিং এর কথা শোনতে শোনতে ইচ্ছে জেগেছে শুরু করার।

কিন্তু কিভাবে শুরু করবো বোঝতে পারছিনা। সামান্য কিছু কাজ জানি – অফিস প্রোগ্রামের এম. এস ওয়ার্ড ও এক্সেল, পাওয়ার পয়েন্ট, হার্ডওয়্যার মেইন্টেন্যান্স ও ট্রাবলশ্যুটিং, অটোক্যাড (টুডি ভালোভাবে পারি থ্রিডি মোটামুটি), মাসখানেক যাবত মায়ার কাজ শিখছি। ইংরেজি মোটামুটি বলতে পারি, পড়তে পারি ভালোভাবেই। বোঝতে ও বোঝাতে গেলে কঠিন শব্দগুলোতে গোলমাল লেগে যায়। আমাদের অফিসে অটোক্যাড টুডি লাগে শুধু।

থ্রিডি প্রয়োজন পড়েনা। এখন জানতে চাইছি, যেহেতু টুডি ভালোভাবে পারি এ ধরনের কাজ কি পেতে পারি ফ্রিল্যান্স হিসেবে? মায়া মাত্র শিখতে শুরু করেছি। মায়ার কাজে চাহিদা কেমন? আমি কি পারব ফ্রিল্যান্সিং শুরু করতে? অপেক্ষায় রইলাম অভিজ্ঞজনদের সাহায্য ও পরামর্শের। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.