আমি সৌন্দর্য সৃষ্টি করি, আমি সৌন্দর্যের শিল্পী.... বহুদিন বাদে আবার ব্লগে আসলাম। নতুন কিছু লেখার খুজে পাচ্ছি না। তাই আপাতত আগের লেখাগুলোই একটু ঝালাই করে নিতে হবে আরকি। মুক্তজীবিকা বা 'ফ্রিল্যান্সিং' নিয়ে আমার বেশ কষ্টসাধ্য একটা লেখা। পড়লে সামান্য হলেও নতুন কিছু জানতে পারবেন আশা করি।
মুক্তজীবিকা, ফ্রিল্যান্সিং এবং অন্যান্য...
এখন একটা মজার তথ্য দেই। সামুতে সাধারণত ছবিতে কোন 'লিঙ্ক' দেওয়া যায় না। কিন্তু আমি এই কাজটা পারি। আমি সামুতে কোন ছবিতে যেকোন ধরনের 'লিঙ্ক' দিতে পারি অর্থাৎ আপনি ওই ছবিটাতে 'ক্লিক' করলেই ওই নির্দিষ্ট 'লিঙ্ক' এ চলে যাবেন।
এই কাজটা আমি কিভাবে করি সেটা পরে কোন একদিন বিস্তারিত বলবো।
সেজন্য আমার সঙ্গেই থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।