এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই।
পূর্বকথা (গান শুরুর আগে তবলার টুংটাং)- নিজের পছন্দসই বারো-রকমের বই নিয়ে একটা ডিজিটাল লাইব্রেরী দাঁড়া করানোর ইচ্ছায় তিলতিল করে গড়ে তুলেছিলাম প্রায় ৩০০ সিলেক্টেড বইয়ের কালেকশন। বইগুলো যে ফাইলহোস্টে রেখেছিলাম সেটা কোন পূর্বাভাস ছাড়াই হুট করে অক্কা পায়।
দুইবছরের পরিশ্রম, একনিমিষে খতম! এরপর দীর্ঘ সময় ইবুক সংক্রান্ত বিষয়ে আড়ি
প্রেমের মড়া জলে ডোবেনাঃ গত কয়েকদিন থেকে আবিষ্কার করছি বই কালেকশনের চেপে রাখা ইচ্ছাটা আরেকবার জেগে উঠছে। পুরানো প্রেম, ভোলা কঠিন
আহারে, কতদিন সামুতে পোস্টাইনা। আগের মত বই শেয়ার করিনা। আহারে...আহারে... --- এমন ইচ্ছা চেপে রাখতে নেই। পেটের ভেতর অযথা গুটুরগুটুর করে গুটুরগাটুর থেকে বাঁচতে এই আজাইরা পোস্ট লেখা...
_________
টুংটাং-এর ইতি।
এবার গান শুনাই-
ডাউনলোড লিঙ্ক | পিডিএফ | ২ মেগাবাইট
ডাউনলোড লিঙ্ক | পিডিএফ | ১ মেগাবাইট
ডাউনলোড লিঙ্ক | পিডিএফ | ২ মেগাবাইট
ডাউনলোড হেল্পঃ Payment Method - Free >> Free Download >> Create Download Link >> Click the Link to Download!
আপ্টুবক্স মিররঃ
১ ২ ৩
পুনশ্চঃ মূলত কপিরাইট খড়গ থেকে বাঁচার জন্য এমন অখ্যাত ফাইলহোস্ট বেছে নেওয়া। SOPA, PIPA'র জ্বালায় আপলোড করে শান্তি নাই ডাউনলোড করতে সমস্যা হলে মন্তব্যে জানান। দরকার হলে আরও মিরর লিংকস যোগ করে দিব। আর আপনার জানামতে কপিরাইট ক্যাতা কম করে এমন ফাইলহোস্ট থাকলে জানান দিয়েন...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।