তুমি দৃষ্টি থেকে দূরে, মন থেকে নয় । তুমি আমার থেকে দূরে, ভাবনা থেকে নয় ......
রুপালি চাঁদের আলোয় চারদিক আলোকিত করে রাতের দিগন্ত ছোঁয়া উত্তাল হাওয়ায় গভীর প্রহর গুলো আলোয় ভেসে যায়। মেঘমুক্ত আকাশ। উজ্জ্বল অথচ স্নিগ্ধ। রহস্যময় আলোর আপন মহিমা
সৌন্দর্য্য মেলে ধরেছে তার মায়াবী উজ্জলতায়।
পূর্ণিমার মুগ্ধ আলোর অনুভবে পুলকিত আবেগ আপ্লুত হয়ে উঠে।
আমার প্রিয় আকাশ। তার নানা রঙে রঙ্গিন হওয়া রুপ দেখে আমি মুগ্ধ। তাই সুযোগ পেলেই তাকিয়ে থাকি। সব সময়ের আকাশ আমার অনেক ভালো লাগে।
রাতের আকাশে যদি হয় পূর্ণিমার চাঁদ তাহলেতো আর কথাই নাই। জোছনা রাতে মুগ্ধ নয়নে চাঁদের দিকে তাকিয়ে অন্য রকম এক অনুভূতি -অন্য রকম এক সুখ। পূর্ণিমা রাতের বিভিন্ন সময়ে তোলা কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।