নিজের কিছু অগোছালো অনুভূতিকে ছড়িয়ে দিতে চাই আমাদের বর্তমান প্রজন্মের উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার প্রবনতা ইদানিংকালে অনেক বেশি। এই ক্ষেত্রে অনেকেই প্রয়োজনীয় তথ্যের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এর শরণাপন্ন হন, যার অনেকগুলোয়ই ভুয়া, এবং এইসব প্রতিষ্ঠান আপনার বিভিন্ন তথ্যের অজ্ঞতাকে পুজি করে মোটা অঙ্কের টাকা সার্ভিস চার্জ হিসেবে নিয়ে থাকে। কিন্তু একটু তথ্য পেলেই পুরো প্রক্রিয়াটি আপনি নিজেই সমাধান করতে পারবেন।
বাংলাদেশী স্টুডেন্ট যারা ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী তাদের সহয়াতার জন্য বর্তমানে বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ রয়েছে। যেগুলু সম্পূর্ণ বিদেশে অবস্থানকারী বাংলাদেশি স্টুডেন্টস দ্বারা নিয়ন্ত্রিত।
এইসব সাইট এ আপনি আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন খুব সহজেই। এইখানে বেশ কয়েকটি জনপ্রিয় গ্রুপ এর লিস্ট দেয়া হল।
১।
HigherStudyAbroad™ Bangladesh Chapter
এটি হচ্ছে বিদেশে অবস্থানকারী বাংলাদেশি স্টুডেন্টদের দ্বারা পরিচালিত সবচেতে বড় গ্রুপ। এই গ্রুপে রয়েছে প্রচুর সাহায্যকারী ফাইল।
আপনি এইসব ফাইল থেকে সহজেই যেকোনো তথ্য পেতে পারেন। এছাড়া আপনি গ্রুপ এর ওয়াল এ পোস্ট এর মাধ্যমে আপনার প্রশ্ন জানাতে পারেন। আশা করি আপনি খুব অল্প সময়ের মধ্যে উত্তর পেয়ে যাবেন।
২।
Bangladeshi Student and Alumni Association in Germany
বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে জার্মানিতে উচ্চশিক্ষায় যাওয়ার বাপক প্রবণতা লক্ষ করা যাচ্ছে।
যারা জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী তারা এই গ্রুপ এর সাহায্য পেতে পারেন।
৩।
Bangladeshi Students And Alumni Association in Australia
অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য এই গ্রুপ এর সাহায্য পেতে পারেন। তবে এই গ্রপটি আগের গুলোর মতো অ্যাক্টিভ নয়।
৪।
Prospective Bangladeshi Students in Canadian Universities
এই গ্রুপটি একটি অ্যাক্টিভ গ্রুপ। আশা করি আপনি সহজেই সাহায্য পেয়ে যাবেন।
এছাড়াও রয়েছে আরও কিছু গ্রুপ, এগুলো ভালোই অ্যাক্টিভ
৫। Bangladeshi students in Sweden
৬। Bangladeshi Incoming Students Finland
আর আপনি যদি বিদেশে স্কলারশিপ এর ব্যাপারে জানতে আগ্রহী থাকেন তাহলে এই গ্রুপটির মেম্বার হতে পারেন
Scholarships for Bangladeshi Students
এটিও একটি অ্যাক্টিভ গ্রুপ।
তবে বাক্তিগত ভাবে সরকারি স্কলারশিপগুলোর ব্যাপারে জানতে চাইলে আপনি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রানালয়ের ওয়েবসাইটটি নিয়মিত ব্রাউজ করতে পারেন।
শিক্ষা মন্ত্রানালয়
আশা করি, আপনার বিদেশে উচ্চশিক্ষার জন্য এই গ্রুপগুলো ভুমিকা রাখবে। এই সংক্রান্ত আরও গ্রুপ এড্রেস জানা থাকলে দয়া করে জানাবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।