আমাদের কথা খুঁজে নিন

   

co.cc -তে Domain নিয়ে Hosting-সহ Professional ওয়েবসাইট তৈরি করুন খুব সহজে একদম ফ্রীতে..


অ্যাকাউন্ট খুলার পর Login করুন। * Account খুলতে যদি সমস্যা হই তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন... আমি Details বলে দিবো। আপনার নতুন তৈরি করা ID দিয়ে লগিন করার পর Domain Search করার জন্যে একটি সার্চ বক্স দেখতে পাবেন। যদি না আসে তবে "Getting A New Domain" বাটনে ক্লিক করুন। -) এরপর আপনার কাঙ্কিত ডোমেইনটি খুজে বার করুন।

আপনার ডোমেইনটি Available থাকলেও আরেকটি জিনিস খেয়াল করতে হবে আপনার ডোমেইনটি ফ্রীতে Available আছেকিনা। না থাকলে অন্য ডোমেইন Try করুন। এরপর সব ঠিকঠাক থাকলে "Continue to registration" বাটনে ক্লিক করুন। -) এরপর দেখুন আপনাকে একটি Confirmation মেসেজ দিবে "Your new domain has been successfully registered" এরপর "Setup"বাটনে ক্লিক করুন... -) আরেটি পেজ আসবে এখানেও "Setup" বাটনে ক্লিক করুন... -) এরপর আরেকটি পেজ ওপেন হবে। আপাততো এটি এভাবে রেখেদিন।

এটার কাজ আবার একটু পরে করতে হবে। এবার আপনার ওয়েবসাইট Hosting করার পালা চলুন ঘুরে আসি... আপনার ব্রাউজারে নতুন একটি Tab ওপেন করুন। এরপর এখানে ক্লিক করে এই ওয়েবসাইটিতে প্রবেশ করুন। ওয়েবসাইটিতে প্রবেশ করার পর উপরের দানদিকের কোনাই "Register" বাটনে ক্লিক করুন.. -) Signup করার আগে নিচের ইমেজটি থেকে দেখেনিন hosting websit-টি ফ্রীতে আপনাকে কী কী সুবিধা দিবে... -) এরপর "Signup" বাটনে ক্লিক করুন। অথবা সরাসরি "Sign Up" করতে এখানে ক্লিক করুন।

Email id, password, Name দিয়ে Save বাটন এ ক্লিক করুন। -) এরপর নিচের Image এর মতো একটি পেজ আসবে। -) এবার আপনার Email address এর ইনবক্স চেক করুন দেখুন একটি "Sign up Confirmation" ইমেইল গেছে. ইমেইলটি ওপেন করে activate করার লিঙ্কে ক্লিক করুন। এরপর দেখুন "Create New account" নামে আরেকটি পেজ ওপেন হয়েছে। এখানে "Hosting plan "Default" রাখুন।

এর নিচে "I want to host my own domain" এই Mark বক্সে টিক দিয়ে নিচের ফর্মে আপনার ওয়েবসাইট এর Address-টি লিখুন আমার "jagobd2.co.cc" ছিলো। এরপর আপনার Password এবং শেষে Captcha code-টি লিখে "Create" বাটনে ক্লিক করুন। -)সব ঠিক থাকেলে পরের পেজে Confirmation মেসেজ দিবে "Account is being created" এবং Ready হোতে ১২ ঘন্টার মত সময় লাগবে। অপেক্ষা করার দরকার নেই পেজটি "Refreash" দিন... -) Refreash করার পরে দেখুন account active হয়ে গেছে। এবার "Switch" বাটনে ক্লিক করুন... -)Sign up process শেষ... এখন দেখুন Control panel চলে এসেছে।

এখানে বলছে "Your domain is not pointing to our nameservers at the moment" অর্থাৎ তাদের ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটি এখনও যুক্ত হয়নি। আপনার ওয়েবসাইটি তাদের ওয়েবসাইটে যুক্ত করতে Control panel এর "Details" বাটনে ক্লিক করুন... -) দেখুন তাদের "Name server details" দেখাচ্ছে এর একটু নিচে খেয়াল করুন সেখানে লেখা আছে "You can also point your domain ("A" DNS record) to this IP: 31.170.166.91" এখান থেকে আপনার ওয়েবসাইটের জন্য নির্ধারিত IP code -টি Copy করুন। -) এখন ফিরে চলুন co.cc এর ওয়েবসাইটিতে যেখানে এটি রেখে এসেছিলাম। আমরা ওয়েবসাইটি "Setup" বাটনে ক্লিক করার পরে নিচের ছবিটির মতো রেখেছিলাম। এখন এখানে "Zone Record"-এ ক্লিক করুন... -) এখানে "Host" text bar এ আপনার Domain এর নাম www ছাড়া "yourdomain.co.cc" লিখুন।

এরপর "TTL" -এ "1H" সিলেক্ট করুন, এরপর "Type" "A" সিলেক্ট করুন, সবশেষে "Value" -তে Hosting এর ওয়েবসাইটটি থেকে যে IP code টি Copy করেছিলেন সেটা "Value" text bar -এ Paste করে দিন এবং শেষ বারের মতো "Setup" বাটনটিতে ক্লিক করে দিন. -) সব কাজ শেষ। Setup বাটন এ ক্লিক করার পর এখন আপনার ওয়েবসাইট এর Hosting process complete হোতে আপনাকে অপেক্ষা করতে হতে পারে ৪-৫ ঘন্টা। যখন Complete হয়ে যাবে তখন আপনি আপনার ওয়েবসাইটটি Browser- Address bar এ লিখলে "Your website is up and running!" এই লেখাটি এবং Default.php নামের একটি File পেজে দেখতে পাবেন । হয়ে গেলো আপনার নিজের Domain এর একটি Professional Website. আগামীকালকের পোস্টে দেখিয়ে দিবো কিভাবে Wordpress, joomla বা অন্যান্য blog আপনার ওয়েবসাইট এ Install করে সঠিকভাবে ব্যবহার করতে হই। আমাকে উৎসাহিত করার জন্য দয়া করে কমেন্ট করুন এবং প্রিয়তে নিন।

আসা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে... সময় থাকলে আমার ওয়েবসাইটটি একবার দেখে আসতে পারেন jagobd.co.cc আমার ওয়েবসাইটটিতে এই পোস্ট এর ছবিগুলো Clear zoom দেখতে পারবেন। ফলে আপনার বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।