অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে রচনাঃ গিরিশচন্দ্র ঘোষ অডিও লিংক Click This Link জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভাসি যাই ।। কে খেলায় আমি খেলি বা কেন জাগিয়ে ঘুমাই কুহকে যেন এ কেমন ঘোর হবে না কি ভোর অবিরাম গতি নিয়ত ধাই ।। জানি না কে বা এসেছি কোথায় কেন এসেছি কে বা নিয়ে যায় যাই ভেসে ভেসে কত কত দেশে এই আছে আর তখনই নাই ।। কে আছ চেতন ঘুমায়ো না আর নিবিড় এ ঘোর দারুণ আঁধার কর তমো নাশ হও হে প্রকাশ তব পদে তাই শরণ চাই ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।