বিরাট খারাপ কথা। বন্ধু ছাড়া আছে এই দুনিয়াতে একজন খুইজা পাওন যাইবো বইলা মনে হয় না। তয় একজন আছে। কিন্তু দুঃখের বিষয়, তারে পুজিঁ কইরাই লক্ষ কোটি বন্ধুর জন্ম হইছে। তারে পুজিঁ কইরাই হাজার হাজার লোক পুজিঁপতি থাইক্যা কোটিপতি হইছে।
কিন্তু হের বন্ধু পাওন যায় না। বিরাট টাফ ব্যাপার। সবাই কইবার চায়, হের লাইগা এই ভালা করি, সেই ভালা করি। কিন্তু হের তো আর ভালা হয় না। হইবো কেমনে বন্ধু হিসাবে তো আর কেউ দেহে না।
হগ্গলতেই বন্ধু বন্ধু ভাব লইয়া শত্রুর চাইতে খারাপ কাজ করে হের লগে। হেরে তো মন চাইলেই গালি দেওন যায়। অতি ভালবাসার ভাব দেখাইয়া ধর্ষন করতে দ্বিধা করে না। হেইডার কেউ বন্ধু হবি রে পাগলা। কিন্তু হেয় তো অহন একজন বন্ধুর লাইগা বিরাট কাঙ্গাল।
একটা বন্ধু যদি হইতো রে। তাইলে হাজার, লক্ষ, কোটি বন্ধু বানাইয়া ফালাইতো। হেয় কতজনের বন্ধু হওয়ার লাইগা দুয়ার খুইলা বইয়্যা রইছে। হগ্গলতে মেলা কিছু করতে রাজী আছে, কিন্তু কেউ বন্ধু হইবার চায় না। এই দিনে কি তার একটাও বন্ধু হইবো নারে।
। এই অধম দুঃখীর নাম
-
-
-
-
-
-
-
-
-
-
বাংলাদেশ। হাহ হাহ হা। পাগলে কি না কয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।