আমাদের কথা খুঁজে নিন

   

মেয়েদের ক্ষেত্রে প্রেমে পড়ার কিছু লক্ষণ

সাবাব ১. ঘন ঘন বারান্দায় গিয়ে দাড়ানো। ২. সাজগোজের প্রতি বেশি নজর দেয়া। ৩. কোনো কোনো পোশাকের প্রতি অতিশয়দূর্বলতা থাকা। ... ৪. একটু পর পর আয়নায় নিজেকে দেখা। ৫. কোথাও যাওয়ার আগে ওড়না ঠিক আছে কি না সেটা বার বার দেখা এবং অকারণে ওড়না ঠিকঠাক করা।

;P ৬. টিভিতে প্রেম বিষয়ক জিনিস দেখে লজ্জায় লাল হয়ে যাওয়া। ৭. দরজা বন্ধ করে রাখার প্রবণতা তৈরি হওয়া। ৮. বাসায় সাজগোজের যন্ত্রপাতির আধিক্য দেখা যাওয়া। ৯. যার কোনোদিন ঘুমের সমস্যা ছিল না তার ঘুম না হওয়া। ১০. বেশি আহ্লাদি হয়ে যাওয়া।

;P ;D ===>একমত হলে ও মজা পেলে লাইক দিয়ে জানান__ ;D ;D ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।