....,....... বড় ছোট আপুরা দূরে থাকায় ভালো।
যাই হোক মূল ঘটনায় আসি।
কিছুক্ষণ আগের ঘটনা। আমি নিউ মার্কেট এর সামনে এক জনের জন্য অপেক্ষা করছিলাম। (সামুর ব্লগার রা ও এখন উল্টাপাল্টা ভাবে ।
আমি আমার বাবার জন্য নিচে অপেক্ষা করছিলাম কারণ, মার্কেটের উপর তলায় ইসলামী বাংক) যাই হোক দাড়িয়ে আছি গেটের সামনে (বিরক্ত মুড নিয়ে)
এমন সময়, মেয়েলি এক কন্ঠে বলল, "একটু দেখি ভাইয়া "। আমি " কি দেখাবো??? " সাথে সাথে এমন এক হাসি দিলো যেন আমি শেষ। চোখ বুজলাম (কিছু মনে করে) চোখ খুলে দেখি মেয়ে নাই গায়েব। :পপ
একটু পরে, এক মেয়ে আমার সামনে দাড়িয়ে গেল (কেল্লাফতে) কি যেন. চিন্তা করতেই ঠাস করে চোখে লাগে। কি লাগলো প্রথমে বুজতে পারিনি পরে দেখি অই মেয়ের ছাতা আমার চোখে লাগে।
পরে মেয়ে ছরি বলেই খালাস। রাগের মাথায় চিন্তা করতেছি শালা মেয়েদের মাথায় কবে বুদ্ধি হবে। এর কিছু পরেই দেখি বাবার আগমন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।