‘সেক্স ইজ দ্য রিয়েল লাভ!’এক বন্ধু প্রেম নিয়ে এভাবেই বিতর্কে জড়িয়ে পড়লেন!আমি বললাম,তাহলে পতিতারাই শ্রেষ্ঠ প্রেমিকা?বন্ধু থতমত খেয়ে তারপরই সামলে নিয়ে বললো,না,ওরা সেক্সকে পন্য হিসেবে বিক্রি করে টাকা নেয়।আমি বললাম,‘প্রেমিকারাও তো প্রেমিকের কাছ থেকে গিফট নেয়!’এ যেন যৌতুক না বলে উপহার সামগ্রী বলে এক জায়েজ করা!যাহা উপহার তাহাই যৌতুক!যখন থেকে যৌতুক দেয়া নেয়া দন্ডনীয় আপরাধ হিসেবে গণ্য হলো,তখন থেকেই বর-কনে উভয়ের তরফ থেকে বলা হতে থাকলো,মেয়ের বাবা খুশি হয়ে মেয়ে-জামাইকে আদর করে তাদের সংসার সাজিয়ে গুছিয়ে দিয়েছে,কিছু উপহার তো তিনি দিতেই পারেন,এটা যৌতুক নয়,উপহার সামগ্রী!আইন অমান্য করার কত বড় ফাঁকি! তেমনি বহুবিবাহ আর বহুগামিতা!দুটোই রিপুর তাড়নায়,একজনে তৃপ্ত নহে যাচে বহুজন!অথচ বহুবিবাহে দোষ নেই,দোষ বহুগামিতায়!একটা ঢাক ঢোল বাজিয়ে কলেমা পড়ে হালাল লাইসেন্স,আরেকটি লুকিয়ে চুরিয়ে অবৈধ মেলামেশা!দুটোর উদ্দেশ্য ও কর্ম কিন্তু একই!রিপুর ক্ষুধা মেটানো একজন নয়,বহুজনের সাথে!ফাঁকি আর ফাঁকি,বাহিরে সব,ভেতরে সব একই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।