আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা গান নিয়ে কিছু কথা। এখনই সময় ভাবনার। ( বেঁচে থাক সবুজ )

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " গত ১ আগস্ট অগ্নিবীণা প্রকাশনা থেকে " বাপ্পা মজুমদার " এর ৯ম একক এ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রায় সাড়ে ৩ বছর পর " বাপ্পা " তার নতুন একক এ্যালবাম নিয়ে এসেছে। " বেঁচে থাক সবুজ " ক্লাসিক্যাল সঙ্গীতের এক উজ্জ্বল নাম এই " দলছুটের " "বাপ্পা মজুমদার " বাবা " প্রয়াত উস্তাদ বারীণ মজুমদার " এবং মা " প্রয়াত ইলা মজুমদার " দুজনেই বাংলা গানের জগতে খুবই পরিচিত নাম।

তাদের পুত্র " পার্থ মজুমদার " এবং " বাপ্পা মজুমদার "। একজন শিল্পী কেন এতদিন পর তার একক এ্যালবাম বের করলেন ??? আসলে গান কথা আসলেই চলে আসে পাইরেসি। পাইরেসি আমাদের সঙ্গীতকে মেরে ফেলছে বললে ভুল হবে না। একটা এ্যালবাম এর মূল্য মাত্র ৫০ টাকা। আর তাতে করে প্রতিটি গানের সম্মানী ৪ টাকা ১৭ পয়সা।

একজন শিল্পী একটা গান খুব কষ্ট করে খুব যত্ন করে নিজের সন্তানের মতো তৈরি করেন। আর সেই গানের সম্মানী এতো কম ???? আর তার পরেও আমরা এই সম্মানী প্রদান করতে নারাজ কিন্তু গান শুনতে প্রস্তুত। একটা গান এর ৪ টাকা ১৭ পয়সা থেকে একজন গীতিকার, একজন সুরকার, একজন গায়ক সম্মানী পেয়ে থাকেন। তা ছাড়া এর মধ্যে থেকে বিক্রেতা এবং প্রকাশনা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করে থাকে। আমরা যদি তাদের এ্যালবাম না কিনে ডাউনলোড করে গান শুনি তাবে তাদের সম্মানী আসবে কেমন করে ? তাদের লালিত গান শিশুর কি হবে।

এভাবে চলতে থাকলে হয়তো একদিন নতুন বাংলা গানের প্রকাশ আর হবে না। এখন আপনার নিজের বিবেক জানে আপনি কি করবেন, সঙ্গীতের সম্মানী দেবেন নাকি পাইরেসি যারা করে তাদের টাকা দিবেন। বাপ্পা মজুমদারের নতুন এ্যালবাম " বেঁছে থাক সবুজে " যে সব গান দাদা আমাদের জন্য তৈরি করেছে সে গুলো হল ঃ ১ : ঘুম আসে না । ২ : রোদের খরা । ৩ : বেঁচে থাক সবুজ ।

৪ : চোখের জলে । ৫ : পাঠ্যসূচি । ৬ : মন খারাপের পরে । ৭ : লাভ-ক্ষতি । ৮ : আয় ফিরে আয় ।

৯ : আমি তোমার কে । ১০ : মেঘ হয়ে যাই । ১১ : পথের পরে । ১২ : তুমি রবে নীরবে ( রবীন্দ্র সঙ্গীত ) আশা করি যারা বাপ্পাদার গান ভালবাসেন তারা আজই এ্যালবামটা কিনবেন। একান্ত আমার বক্তব্য : প্রতিটা গান আলাদা আলাদা স্বাদের।

বিশেষ করে আমার হৃদয় ছুঁয়েছে ৩,৪,৭,৮,৯,১০,১১,১২ নম্বার গান গুলো। বাপ্পা মজুমদার ফ্যান পেজ । বাপ্পা দা কে নিয়ে কিছু দিন আগে আমার একটা লিখা : আরেকটি নতুন দৃষ্টান্ত । বাপ্পা মজুমদার ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।