আমাদের কথা খুঁজে নিন

   

মানচিত্রের সবুজ রঙ

Real knowledge is the knowledge about "The Real", or at least, that which leads to "The Real" - rest is just conjecture! একটা স্বপ্ন, যা এই পোড়া চোখে অহরহ ভাসে - কখনো ঘুমের মাঝে দেখি, তবে জেগে থেকে সর্বদাই দেখি। মাঠের পর মাঠ, প্রান্তরের পর প্রান্তর কেবল সবুজ ছড়িয়ে আছে - আমার প্রিয়জনের প্রিয় রঙ, সবুজ ছড়িয়ে আছে সর্বত্র। অপরূপ, অদ্ভুত একটা স্বপ্ন যা আমার চোখে সর্বদাই ভাসে - মানচিত্রের শত রঙ বিলীন হয়ে যায় মাত্র দু'টি রঙে: একটি সবুজ, আরেকটি কি তাতে আসে যায় না। প্রিয়জনের স্বপ্নের রঙ, সবুজ যেন ছড়িয়ে আছে সর্বত্র - প্রাণের রঙ, জীবনের রঙ সবুজ যেন ছড়িয়ে আছে সর্বত্র। আমার প্রিয়জনের এই স্বপ্ন একদিন বাস্তব ছিল - দিদিমার রুপকথার গল্পের মত শোনালেও বাস্তব ছিল। তারপর একদির বর্গীরা আসে, যখন আমরা ছিলাম ঘুমিয়ে মাঠের পর মাঠ, প্রান্তরের পর প্রান্তর "সবুজ" তারা চুরি করে নেয় ছড়িয়ে দেয় অন্য কত শত রঙ, যার যা খুশী তাই। আজো বর্গীরা প্রিয়জনের প্রিয় রঙ সবুজ চুরি করে চলেছে - আমি দেখতে চেয়েছি বর্গীদের চেহারা কেমন? কিন্তু দুঃস্বপ্নের মাঝে সব যেন এলোমেলো হয়ে যায়! কখনো দেখি শ্বেত-ভল্লুকের রূপ ধরে আসে বর্গীরা - আবার দেখি তীক্ষ্ণ নখের লাল-নীল রঙের ঈগল হয়ে যায়। কখনো দেখি আমারই ভাই, কাঁধে ভার বয়ে নিয়ে সবুজ দিয়ে আসে বর্গীদের দ্বারে দ্বারে। ভাবি, কিসের খাজনা দিয়ে চলেছে আমার ভাই? যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে?? সবুজ তো প্রাণের রঙ, জীবনের রঙ, প্রশান্তির রঙ - যার কাছে সবুজ থাকে, সে তো কারো প্রজা হবার নয়! আমার একটা নিভৃত স্বপ্ন আছে, যা আমার চোখে সর্বদাই ভাসে আমার নবজাত সন্তান পৃথিবীর মানচিত্রের শুধু দু'টি রঙ দেখবে - মানচিত্রের শত রঙ বিলীন হয়ে যাবে কেবল মাত্র দু'টি রঙে: একটি সবুজ, আরেকটি কি তাতে আসে যায় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.