চাঁদাবাজির টাকায় গড়ে উঠা ব্লগ টিউনারপেজ লাইব্রেরী
আপনার দান করা করা বইগুলো দিয়ে একটি দরিদ্র সন্তানের ভবিষ্যত গড়ে উঠতে পারে। যে কোন শ্রেণীর আপনার পুরনো বইগুলো আমাদের জমাদিন আমরা পৌঁছে দিব সেই সকল মেধাবী দরিদ্র সন্তানের কাছে। প্রতি বছর আমাদের কিছু দরিদ্র ভাই-বোন বই এর অভাবে নানান কষ্টের সম্মুখীন হয়ে থাকে। হয়ত বই কেনার সামর্থ্য নেই অথবা সামর্থ্য যোগান দিতে বেশ হিমশিম খেতে হয়। তাই আমরা এমন একটি লাইব্রেরী তৈরি করছি যেখানে আপনিও পারেন নিজের ধুলেপরা, ঝরাজীর্ণ পুরনো বইগুলো সেই সকল দরিদ্র শিশুদের উপহার দিতে।
আমরা বিনামুল্যে সেই সকল বইগুলো পৌঁছে দিব আমাদের কিছু দরিদ্র ভাই-বোনের কাছে। যে কোন শ্রেণীর বই আমাদের জমা দিয়ে এই সুন্দর উদ্যোগটি সফল করুন। হয়ত আপনি পুরনো বইগুলো বিক্রি করতে পারবেন কিন্তু ভেবে দেখুন একজন শিক্ষার্থী যখন আপনার দেয়া বইগুলো পড়ে একদিন বড় হবে সেদিন তার অন্তরের দোয়া টুকু আপনার পরকালে অবশ্যই কাজে আসতে পারে।
“টিউনারপেজ লাইব্রেরী” তে কিভাবে বই জমা দিবেন?
১। S.A পরিবহণে বইগুলো পাঠিয়ে দিন ঢাকাতে ।
( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )
২। অথবা আমাদের অ্যাডমিনদের সাথে দেখা করে বই জমা দিন।
ঢাকা, খিলগাঁও ( ইখতিয়ার হোসেন – ০১৮১৬ ৪৬৩২৬৫)
ঢাকা, রামপুরা ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )
ঢাকা, যাত্রাবাড়ী ( তানভির – ০১৬৭৪২৯৪৫৮৫ )
ঢাকা, বসুন্ধারা আবাসিক একালা ( তাল পাতার সিপাহী, সাইদ – ০১৬৭২৫১৯৩০৮ )
চট্টগ্রাম ( সাইভার ওয়ার্ল্ড, টিটূ – ০১৬৭৫০৪০১২৮ )
চট্টগ্রাম ( চিন্তিত পথিক – ০১৮১৮ ৫৭৩০১২ )
লক্ষ্মীপুর ( ডিজিটাল টিউনার – ০১৮২৩১৩৩৮৯১ )
৩। আমাদের প্রতিনিধি হতে পারেন কোন ভার্সিটি অথবা নিজ দায়িত্বে প্রতিনিধি হতে চাইলে আমাদের অ্যাডমিন এর সাথে যোগাযোগ করুন ০১৭১৭৪৮০৬৫২ নাম্বারে।
টিউনারপেজ লাইব্রেরী ব্যবস্থাপনা
সকলের দান করা পুরনো বইগুলো আমাদের আশে পাশে পরিচিত মেধাবী ছাত্র/ছাত্রীদের দান করব।
প্রয়োজনে আল্লহার হুকুমে যদি আমরা এই উদ্যোগে অনেক সাড়া পাই তাহলে দুরাঞ্চলের স্কুল/কলেজে গিয়ে আমরা বই গুলো দিয়ে আসব এছারাও আপনার পরিচিত কারো বই লাগলে যোগাযোগ করুন আপনি যেমন বই জমা দিতে পারেন তেমন আপনার পরিচিত কেউ যদি দরিদ্র ছাত্র / ছাত্রী হয়ে থাকে তাহলে আমাদের লাইব্রেরী থেকে তাকে বই পৌঁছে দেয়া হবে সম্পূর্ণ বিনামুল্যে। তবে প্রতিটা বই যেনো সুস্থ ভাবে বিতরণ হয় যেজন্য বইগুলো পৌঁছে দেবার আগে আমাদের অ্যাডমিনগণ এবং প্রতিনিধি নিজেরাই সেই ছাত্র/ছাত্রির বাসায় গিয়ে তার পরিবারের সাথে কথা বলে যাচাই করে নিবেন।
কারো সন্ধানে এমন ছাত্র/ছাত্রি যদি থাকে পুরনো বই দেয়ার মত আমাদের সাথে যোগাযোগ করুন নিম্ন ঠিকানায়।
ঢাকা, খিলগাঁও ( ইখতিয়ার হোসেন – ০১৮১৬ ৪৬৩২৬৫)
ঢাকা, রামপুরা ( মহা প্লাবন ০১৭১৭ ৪৮০৬৫২ )
টিউনারপেজ লাইব্রেরীর প্রথম উদ্যোগ
হয়ত আমাদের ইচ্ছে এবং সাধ আছে দেশের এবং দেশের মানুষের জন্য অনেক কিছু করার কিন্তু হয়ত নানান অভাবে আমরাও সেই তুলনায় কিছু করতে পারি না। আমাদের এই লাইব্রেরীর প্রথম উদ্যোগ হিসাবে আমরা একটি ছাত্রকে কলেজে ভর্তি করিয়ে দিচ্ছি নিজেদের আর্থিক সাহায্যে।
সে পূর্বধলা গ্রামে থাকে। এবার সে এসএসসি পরীক্ষায় কমার্স বিভাগে কোন রকম প্রাইভেট টিচার ছারাই জিপিএ ৪ পেয়েছে। নাম জশেব খান। পিতা বর্তমানে অবসর প্রাপ্ত। ৩ ভাই ৪ বোনের সংসার।
পিতার দ্বিতীয় বিবাহের সন্তান সে। খেলা ধুলায় এবং পড়াশোনায় রয়েছে তার চরম উদ্দাম। পড়িবারের আর্থিক অসচ্ছলতার কারনে জীবনের অনেক কিচুহ হারিয়ে ফেলতে পারে এই সন্তানটি। তাই আপনিও সাহায্য করতে এগিয়ে আসুন। কমার্স বিভাগের বইগুলো এই মুহূর্তে প্রয়োজন আমাদের।
যদি কেউ সাহায্যের হাত বারিয়ে কিছু বই দান করেন আমরা চির কৃতজ্ঞয় থাকব। অথবা চাইলে আর্থিক সাহায্য করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে।
মুল পোস্টঃ- http://www.tunerpage.com/archives/104685 ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।