কারো কেও নই আমি ... হাসিনা কবে থেকে ইউনূসের পেছনে লাগছে বলতে পারেন কেউ? আমার ধারণা, যেদিন মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দল করার ঘোষনা দিয়েছিলেন সেদিন থেকেই ডঃ মুহাম্মদ ইউনূস হাসিনার চক্ষুশুলে পরিণত হয়েছেন। এই জন্য অনেকবার ঠেস মেরে কথা বলেছেন, বাজে মন্তব্যও করেছেন ইউনূস সম্পর্কে। সবশেষে গ্রামীণ ব্যাঙ্কের পেছনে লেগেছে। মূলতঃ ইউনূসের পেছনে লেগেছে হাসিনা, গ্রামীণ ব্যাঙ্ক নয়। কারণ, গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা সরকারেরও (৫১%)।
তারপরও ইউনূসকে কোনদিন কড়া প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় নাই। কিন্তু এইবার ইউনূস মনে হয় হালকা সিরিয়াস। গ্রামীণ ব্যাঙ্ক রক্ষাকল্পে এর আগে তিনি এভাবে দেশের মানুষের প্রতি আবেদন জানান নাই। যদিও অনেক আগে থেকেই তিনি আশঙ্কা করেছেন ।
জিয়া বা খালেদার পরিবারে তো অনেক দুর্নীতিবাজ আছে।
হাসিনা কি কারও লোম নড়াতে পারছে? যদিও চেষ্টা করে যাচ্ছে অনেক। অন্যদিকে মুজিব বা হাসিনার পরিবার দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত। বিএনপিও পারে নাই তাদের একটা লোম ফালাইতে। মানে, চোরে চোরে মাশতুতো ভাই। বাংলাদেশে টিকতে গেলে রাজনীতি করতেই হবে, নইলে মরছেন।
এই ধারণা মুহাম্মদ ইউনূসের মগজে আসলে সেদিন ইউনূস রাজনীতির কথা ভাবতেও পারেন।
তাই আমার মনে হয়, হাসিনার ইউনূস বিরোধীতা ইউনূসকে রাজনীতি করতে প্রলুব্ধ করতে পারে বা উস্কে দিতে পারে অথবা বাধ্য করতে পারে।
ধন্যবাদ সবাইকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।