আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয়তম ১০টি ফেইসবুক পেজ।

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P প্রতিদিন কত পেজেই তো আমরা লাইক মারি। "ভাল লাগলে লাইক দিয়েন" পেজ এডমিনদের এই টাইপ কান্নাকাটিও শুনি কিন্তু ফেইসবুক এ কিছু পেজ আছে যেগুলো কোন রকম অ্যাড ছাড়াই ক্রমবর্ধমান। সেই পেজগুলো নিয়ে এই আয়োজন। ১০. Harry Potter জে.কে রাওলিং এর বিখ্যাত থ্রিলার "হ্যারি পটার" অবলম্বনে তৈরি ম্যুভিগুলোর ফ্যান পেজ "Harry Potter" । ৪৯ মিলিয়ন লাইক নিয়ে এটি ১০ম সর্বাধিক জনপ্রিয় পেজ।

৯. Michael Jackson পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে চেনে না এমন মানুষ পাওয়া মুশকিল। এই ক্ষণজন্মা শিল্পির ফ্যান পেজ "Michael Jackson" ৫১ মিলিয়ন ফ্যান নিয়ে ফেইসবুক এর ৯ম সর্বাধিক জনপ্রিয় পেজ। ৮.Lady Gaga আসল নাম "স্টিফানি জোয়ান এঞ্জেলিনা জার্মানটা " কিন্তু তিনি তার স্টেজ নেম "লেডি গাগা" হিসেবেই বেশী পরিচিত। বর্তমানে তার ৫৩ মিলিয়ন ফেইসবুক ফ্যান রয়েছে। এই আমেরিকান পপস্টার এর ফ্যান পেজ "Lady Gaga" তাই পছন্দকারীর সংখ্যার ভিত্তিতে ৮ম।

৭. Shakira পুরো নাম "শাকিরা ইসাবেল মেবারাক রিপল" সংক্ষেপে শাকিরা। এই কলম্বিয়ান পপস্টার এর ফেইসবুক ফ্যান সংখ্যা ৫৩.৩ মিলিয়ন। "Shakira" শিরোনামে এই পেজ এর অবস্থান বর্তমানে ৭ নম্বরে। ৬."The Simpsons" আমেরিকার মধ্যবিত্ত জীবনযাপন নিয়ে নির্মিত কার্টুন" দ্য সিম্পসন্স" এর ফেসবুক ফ্যান সংখ্যা ৫৩.৭ মিলিয়ন। "The Simpsons" শিরনামে এই কার্টুনের ফ্যানপেজ তাই বহু সেলেব্রিটিদের পাশ কাটিয়ে ৬ষ্ঠ স্থানে রয়েছে।

৫. Rihana রবিন রিহানা ফেন্টি যিনি কিনা শুধু "রিহানা" নামেই বেশী পরিচিত। এই ওয়েস্ট ইন্ডিয়ান আমেরিকান শিল্পির ফেইসবুক পেজ "Rihana" ৬৯ মিলিওন পছন্দকারী নিয়ে ৫ম অবস্থানে রয়েছে। ৪. Eminem পুরো নাম "মার্শাল ব্রুস ম্যাথার্স ৩" স্টেজ নেম "এমিন্যাম". "স্লিম সেডি" নামেও পরিচিত এই আমেরিকান র‍্যাপারকে বলা হয় কিং অব হিপহপ। প্রায় ৬০ মিলিয়ন ফ্যান নিয়ে তাঁর ফেইসবুক্ল পেজ "Eminem" তাই ৪র্থ সর্বাধিক জনপ্রিয় পেজ। ৩.YouTube বিনামূল্যে ভিডিও আদান প্রদান এবং শেয়ারিং এর জন্য এক অনন্য সেবাদাতা সাইট ইউটিউব।

"YouTube " এর ফেইসবুক ফ্যান সংখ্যা ৬১ মিলিয়ন। পছন্দকারীর সংখার ভিত্তিতে এর অবস্থান তাই ৩য়। ২. Texas Holdem Poker ফেইসবুক ব্যবহার করেন অথচ কখন "টেক্সাস হোল্ডেম পোকার" খেলেননি অথবা গেম রিকোয়েস্ট পাননি এমন মানুষ খুজে পাওয়া যাবে না। ৬৩ মিলিয়ন ফ্যান সংখ্যা নিয়ে "Texas Holdem Poker " ফেইসবুক এর ২য় জনপ্রিয়তম পেজ। ১.Facebook ফেইসবুক এর সবচেয়ে জনপ্রিয় পেজ এর নাম "ফেইসবুক"।

প্রায় ৭০ মিলিয়ন পছন্দকারী নিয়ে Facebook পেজটি জানান দেয় মানুষ এই সাইটটি শুধু ব্যাবহারই করে না পছন্দও করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।