আমাদের কথা খুঁজে নিন

   

দলে কবে গণতন্ত্র হবে?

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল হিসেবে বি এন পি ও আওয়ামী লীগকেই মনে করা হয়। তৃতীয় দল হিসেবে কাকে আখ্যায়িত করবেন - জাতীয় পার্টি? চতুর্থ দল - জামাতে ইসলামি? প্রধান দল গুলি নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটে নির্বাচিত হলেও দলের অভ্যন্তরে কোন গনতন্ত্র নেই বললেই চলে। উল্লেখযোগ্য উদাহরন স্বরুপঃ -- নির্বাচনে জনগন দলকে প্রত্যাখান করলেও দলের সদস্যরা নেতাদের প্রত্যাখান করেন না। -- নির্বাচনে হেরে গিয়ে ফলাফলের জন্য দলের নেতা দায় দ্বায়িত্ব নিয়ে পদত্যাগ করেন না। -- দলের অভ্যন্তরে দলের পরবর্তী নেতা কে হবেন, তার জন্য গোপন কোন দলীয় ব্যলট করা হয় না।

-- কোন দলই ঘোষনা দেন নি যে, এক সন্মানিত ব্যক্তি পরপর দুবারের অধিক প্রধানমন্তৃ বা দেশের কর্ণধার হতে পারবেন না। -- প্রধান দু দলেই পরিবারতন্ত্রের ধারা প্রবর্তনে উপকরনগুলো লক্ষনীয় , জাতীয় পার্টিও তাই করার চেষ্টা করতেন (যদি সম্ভব হোত)। আমি মনে করি, দুই প্রধান দল প্রথমে ঘোষনা করুক তারা পরিবারতন্ত্রে বিশ্বাসী না গনগন্ত্রে? যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তা হলেঃ ++ প্রতি দু বছর অন্তর অন্তর দলের অভ্যন্তরে গোপন ব্যলটে দলের পরবর্তী নেতা নির্বাচন অনুষ্ঠান করুন। (আভ্যন্তরীন স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে প্রতি দু বা তিন বছর পরপর নেতা নির্বাচন করা একটি সুষ্টু মাধ্যম হওয়া উচিত) ++ যে কোন সন্মানিত নেতা পরপর দুবারের অধিক দেশের সর্বোচ্চ কর্ণধার হবেন না, এই মর্মে ঘোষনা দল থেকে দিন। ++ দলে ও দেশে, দলীয় ও দেশিও সিদ্ধান্তের পর্যালোচনার জন্য নৈতিক সংঘ বা বিভিন্ন প্রতিষ্ঠান বা পেশাজীবি সংগঠনের সুস্থ বিতর্ক বা মতামত প্রতিফলন থাকা আবশ্যকীয়।

কারন সংখ্যাগরিষ্ঠরাও যে সর্বদা সঠিক সিদ্ধান্ত নেবেন, এমন কোন যুক্তি নেই। ++ সংখ্যাগরিষ্ঠ দলমত নির্বিশেষে সংখ্যালঘুর অধিকার ও সন্মান সমুন্নত রাখবেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।