আমাদের কথা খুঁজে নিন

   

ক্রীতদাসের বংশধর এখন মুক্ত বিশ্বের নেতা যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে ও ঘটেছে ধর্মান্তরিত পূর্বপুরুষের কারণে

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রিকান ক্রীতদাস জন পাঞ্চ প্রেসিডেন্ট বারাক ওবামার একাদশতম পূর্বপুরুষ। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য জানা গেছে বলে দাবি করেছেন গবেষকরা। অ্যানসেসট্রি ডটকম নামে একটি ওয়েবসাইট গবেষণাটি পরিচালনা করে বলে জানিয়েছে ইয়াহু নিউজ। মায়ের দিক থেকে পাঞ্চের সঙ্গে সম্পর্কিত ওবামা। ওবামার মা স্ট্যানলি অ্যান ডানহানের শ্বেতকায় পূর্বসূরিরা ঔপনিবেশিক ভার্জিনিয়ার ভূস্বামী ছিলেন, যারা আফ্রিকা থেকে আগত পাঞ্চের বংশধর।

অ্যানসেসট্রি ডটকমের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬৪০ সালে চুক্তিবদ্ধ আফ্রিকান শ্রমিক পাঞ্চ চুক্তি ভঙ্গ করে কাজ ছেড়ে পালিয়েছিলেন। ধরা পরার পর শাস্তি হিসেবে তাকে আজীবন দাস হিসেবে থাকতে হয়। সংরক্ষিত নথিপত্রে দেখা যায়, শ্বেত এক নারীর গর্ভে পাঞ্চের সন্তান ছিল। মুক্ত ওই নারীর সন্তানরাও মুক্ত মানুষ হিসেবেই বেড়ে ওঠে। এই সন্তানদের বংশধরেরাই পরবর্তী সময়ে ভার্জিনিয়ার ভূস্বামী হয়েছিলেন।

এই বিষয়গুলো পর্যালোচনা করে ওয়েবসাইটটি বের করে, যুক্তরাষ্ট্রের প্রথম সনদধারী দাস আর প্রথম আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্ট পরস্পরের আত্মীয়। অ্যানসেসট্রি ডটকমের বিজ্ঞানী জোসেফ শুমওয়ে বলেন, ‘জন পাঞ্চই সম্ভবত আমেরিকায় বৈধ দাসপ্রথার সূচনাকারী। তারপর কয়েক শতকের দুর্ভোগের পর, গৃহযুদ্ধ ও কয়েক দশকের অধিকার আন্দোলনের পথ ধরে তার ত্রয়োদশতম উত্তরসূরি বর্তমানে মুক্ত বিশ্বের নেতা। এটিই আমেরিকান স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন। ’ প্রেসিডেন্ট ওবামার পারিবারিক শাখা-প্রশাখা নিয়ে বিজ্ঞানীদের উত্সাহ ব্যাপক।

তারা ওবামার আইরিশ আত্মীয়দের খোঁজ-খবরও নিয়েছে। তাতে জানা গেছে, হলিউডের জনপ্রিয় তারকা ব্রাড পিট ও জর্জ ডব্ল্লিউ বুশসহ যুক্তরাষ্ট্রের ছয় সাবেক প্রেসিডেন্ট ওবামার দূরসম্পর্কের ভাই। এইখানে ডিটেইলস  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।