ব্রেকিং অভিনন্দন!!! ব্রেকিং অভিনন্দন!!! ব্রেকিং অভিনন্দন!!! ব্রেকিং অভিনন্দন!!! ব্রেকিং দাবী!!! ব্রেকিং দাবী!!! ব্রেকিং দাবী!!! ব্রেকিং দাবী!!! ব্রেকিং দাবী!!! বাংলাদেশ পুলিশে ওসিদের (ইন্সপেক্টর) দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে এবং সাব- ইন্সপেক্টরদের (উপ-পরিদর্শক) তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর সরকারই কর্মকর্তার মর্যাদা দেওয়ার আদেশ আজ থেকে কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু সহকারী উপ- পরিদর্শকরা (এএসআই) কি অন্যায় করেছেন? তাঁদেরকেও কেন চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উন্নত করা হচ্ছে না? আমরা সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি পুলিশের সবচেয়ে নিচের এই কর্মকর্তাদের যেন দ্রুতই চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উন্নত করা হয়। কারন পুলিশের দুর্নীতি কমাতে হলে তাঁদের সুযোগ সুবিধাও বাড়াতে হবে। আরেকটা কথা বলি,ঘুষ আমরা প্রায় সব পেশার লোকই কম-বেশি খাই,খাচ্ছি এবং মরার আগ পর্যন্ত হয়তো খাবোই। কিন্তু পুলিশের ঘুষ খাওয়া আমাদের সবার চোখে একটু বেশি পরে,তাই না? একটা কথা আছে না,ঘু খায় সব মাছেই,কিন্তু নাম হয় খালি ঘাইরা মাছের। {হাবিবুল্লাহ মিজান,নিরীহ এক গণমাধ্যম কর্মী। বেয়াদবি এবং ভুল হলে দয়া করে মাফ করবেন। আর আমি কিন্তু নিজেও হয়তো এক মহা ঘুষখোর,মহা দুর্নীতিবাজ (সাংবাদিক না) সাংঘাতিক। তবে অনেকের মতো ভালো মানুষ সাজি না,সাঁজতে চেষ্টাও করিনা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।