পড়ুন.... নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার গোদমাইল এলাকায় নির্মাণাধীন পার্কে ভূকম্পনের প্রভাবে সিমেন্টের ব্যাগ পড়ে বাবা-ছেলেসহ পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। ব্যাগগুলো স্তুপাকারে রাখা ছিল। রোববার সকালে ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন জাহিদ (২৫), নাজমুল (২৭), আসির উদ্দিন (২২), আকু মিয়া (৫০) ও তার ছেলে রাকিব (২০)। প্রত্যক্ষদর্শীরা জানান, গোদমাইল এলাকায় নির্মাণাধীন আরকে গ্রিনল্যান্ড পার্কে সিমেন্টের বস্তার পাশে ওই শ্রমিকরা ঘুমিয়েছিলেন। সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ পর ব্যাগগুলো ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সূত্র-বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।