আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: আমার গুরু Freddo (ফ্রেডো) এর আঁকা কিছু ছবি (a must see)

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই 1. Another beautiful drug (mixed) ভালবাসার মাদকতার নেশা বিনিময় 2. 12 hrs (pencil) শাসক তার প্রজাদের রক্ত শুষে নিজের অস্তিত্ব কিভাবে টিকিয়ে রাখছে 3. El molde (pencil) বাক স্বাধীনতার শিশু অবহেলায় বিতারিত। 4. Eso (charcoal and pencil) কাগজের পাতা যতই গলধকরন করা হোক প্রকৃত ণ্গ্যান প্রাপ্ত হয়না। 5. Fractal (pencil) look at the reflections!!! আমি ও আমার অসংখ্য প্রতিচ্ছবি, কোনটাই মিথ্যা নয়, প্রতিটি ছায়াই তার নিজ জগতে বাস্তব। 6. Incorporated (pencil) What a 3D drawing!! bravo!! অদ্ভুত এই জগতের অদ্ভুত সব মানুষ আমরা যার যার মত বেঁচে আছি 7. lana (pencil) এই পারে আমি, ঐ পারে তুমি, এক হব কি হব না জানিনা তবু অপেক্ষায় থাকি 8. Las cuerdas de la ignorancia (pencil) নারীর ভালবাসায় পুরুষ কখনও কখনও পুতুলও হতে পারে, কিন্তু পুরুষের ভালবাসায় নারী সবকিছু করলেও পুতুল হতে পারেনা।

আর হলেও মানতে পারেনা। 9. Les idees sont Eternelles (pencil) আমার অশ্রু, আমার অসীম দুঃখের সমুদ্র, তোমার কাছে ক্ষুদ্র হলেও আমার কাছে তা অনন্তকাল 10. Perception (pencil) যা দেখি ও যা ভাবি সবসময় এক হয়না। 11.The kiss (pencil) its weird....but i like the depth! ভালবাসার সেই স্পর্শ যাকে অনুভব করতে দুটি দেহ প্রকৃতপক্ষেই আর আলাদা থাকতে পারেনা। চাক বা না চাক। 12. Proceso (oil color) i hope you can see the sperms! বই হতে নেয়া ণ্গ্যানের শুক্রানু মস্তিষ্কের ডিম্বানু কে নিষিক্ত করেই জন্ম হবে অভাবনীয় কোন সৃষ্টি।

13. The roof (mixed) ঘর ছাড়া পিতা কে কোন কোন সময় তার প্রেমময় স্ত্রী, ভালবাসার সন্তানও শত চেষ্টা করেও আটকাতে পারেনা। নিশির ডাক এমনই। 14. Utero (pencil) এটা তো বোঝানোর কিছু নাই। একটা হাতি খাতা হতে বের হোতে চাচ্ছে দিলাম ব্যাখ্যা। কি যে দিলাম আপনারাই ভাল জানেন।

আমি আমার এই জীবনে কাউকে হিংসা করিনি। এটুক বলতে পারি। কিন্তু এই ছেলে (ছেলে বললাম কারন তার বয়েস অনেক কম) কে আমি গুরু মানি। তার আঁকা আমাকে যেভাবে স্পর্শ করে আর কারোও আঁকা ওভাবে করেনা। এমন কিছু আমি এই ছবিগুলোতে দেখি যা কোনদিন কোথাও দেখব কিনা জানিনা।

আমি তাকে একই সাথে হিংসা করি, শ্রদ্ধা করি, ভালবাসি তার আঁকা। আপনাদের সবাইকে দেখাতে খুব ইচ্ছা করল। আশা করি আপনাদের খারাপ লাগবেনা হিংসা, হিংসা......... আপনাদের ভাল লাগলে ঘুরে আসতে পারেন ফ্রেডোর ওয়েবসাইট থেকে http://fredoart.deviantart.com/gallery/  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।