আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে পোস্টের ধরণ

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. বেশ কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম। সামু আর কি কি কাজে আসতে পারে সবার । যারা যারা দেখেন নি তারা দেখে আসতে পারেন একবার যেয়ে। ২/১ দিন আগে সামুর এক ব্লগার ভাই উদ্ভট কিংবা হাস্যকর এক পোস্ট দিয়েছিলেন। পোস্ট পড়ে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমাদের।

অনেকে ধারণা করেছিলেন ইনি আমাদের সেই নাভানা ইঞ্জিনিয়ার ভাই কি না! যাই হোক, ওই পোস্টে কমেন্ট না করায় আমার সংগ্রহে নাই লিংকটি। কোথাও পাচ্ছিও না তা। রোযা রেখে জি এফ এর সাথে ফোনে টক করা যাবে কি না এটা নিয়ে পোস্টটা ছিল। এইবার আসুন দেখে নেই আর কি ধরনের পোস্ট সামুতে আসতে পারে - ১। জি এফ কে নিয়ে কি রোজার মাসে ইফতার করা যাবে? ২।

মেসেজে কি তার সাথে আদর আদান প্রদান করা যাবে? ৩। আমার প্রেমিকা আমারে চায় না! কি করুম??? ৪। প্রেমিকার বাপ আমারে দৌড়ানির উপর রাখসে! কি করি? ৫। আমার পড়াশোনা ভাল লাগে না করতে। খালি _____ কি করি? ৬।

প্রেমিকার সাথে একান্তে সময় কাটাবার জন্য একটা ভাল জায়গা চাই। নাম বলুন ৭। ঈদের জামা কিনলাম এবং এটা পরে ছবি উঠালাম, দেখেন তো কেমন হয়েছে? ৮। আমাকে কেউ বন্ধু বানাতে চায় না কেন? ৯। অজানা এক মেয়ের সাথে অনেক কথা বললাম আজকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে।

অথচ কি আজিব! নামটাই জানা হল না তার আর মনে পরছে না। আপনাদের সংগ্রহে কিছু থাকলে শেয়ার করতে পারেন। বিঃদ্রঃ ইহা একটি ফান পোস্ট। বাস্তবের সাথে এর কোন মিল নাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।