রোজ রাতের মতন জেগে আছি আজো শুনিনি কবিতা , করিনি গল্প কোনো তারপরো ফর্সা হবে আকাশ একটু পরেই দিনকতক উল্টো পথের ধারে হাঁটব একা ,চলব একা ,নয়ত হব বুনো। কোথায় পাবো তোরে কোন চলতি পথে হঠাত্ হৃদয় জুড়ে । কবিতার খাতা আর গীটারের তারে গোলাপী ঠোটের কাঁপন নরম আদরে । চুরি যাওয়া বিকেলটা চুরি যাওয়া সময় হাতটা চেপে ধরার নেই কোন অবসর অতঃপর কোন এক রাতের অপেক্ষা রোজ রাতের মতন । তোর চোখে মরচে পড়া দেয়ালের আয়না , ভুল করেও আমাকে দেখা যায় না । তবুও ভালবাসি তোর উপচে পড়া মন , খেয়ালে দেয়ালে আলোকিত আঁধার রোজ রাতে যেমন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।