আমাদের কথা খুঁজে নিন

   

এল্ডার্স অব জিয়ন ইন অলিম্পিক-টেল অব এ সেক্রেট সোসাইটি

না , আমি আগেই বলেছিলাম এবার অলিম্পিকস এ কছু ঘটবে না। ঘটবে না কোন অঘটন। কারন এবার পেটা ছিলো গুপ্ত সংঘ বা সেক্রেট সোসাইটির পুর্ন দখলে। এই অলিম্পিকের সাথে সেক্রেট সোসাইটির যে কানেকশান আছে , এ ব্যাপারে রিক ক্লে নামক একজন ব্লগার তার ব্লগে সেটা উন্মোচন করে দিয়েছিলেন, রিক ক্লে এর মৃত্যু যার ফলে তাকে পরে হত্যা করা হয়। কিন্তু কিভাবে সে মারা গিয়েছিলো, সেটা আর জানা যায় নাই।

সেক্রেট সোসাইটি zion এর কথা আমরা সব্বাই জেনেছি, অনেকেই সেটা আগে পড়েছেন,সেটা আবার বলতে চাইনা, আজ শুধু ইলুমিনাতি এর একটি নতুন প্রতীক নিয়ে হাজির হয়েছি, যেটা দেখা গিয়েছিলো গতকালের উদবোধন অনুষ্ঠানে। যারা টিভির সামনে ছিলেন, তারা ধরতে পেরেছিলেন কিনা জানিনা, কারন তাদের সাইন গুলো তারা সাবলিমাইনালি ব্যাবহার করে থাকে অর্থাৎ আপনি দেখবেন কিন্তু অবচেতন মনে টা আপনার মনে ঢুকে যাবে। আসুন দেখি কি দেখিয়েছিলো গতকালঃ এই জিয়ন হচ্ছে একটা ব্রাদার হুড বা সেক্রেড় সোসাইটি যাদের কথা স্টিভ জ্যাকসন ১৯৯৩ সালে তার গেইম কার্ডে বলে গিয়েছিলেন। এই সেই গেইম কার্ড ভালো করে কার্ডের প্রতীক গুলো লক্ষ্য করুন, কাজে লাগবে। এবার আসি ওয়ান আইড পিরামিড নিয়ে যেটা সবচেয়ে ক্ষমতাধর সেক্রেট সোসাইটি বাভারিয়ানদের প্রতীক , এই যিয়ন দের বলা হয় বাভারিয়ানের ছোট ভাই, ইসরাইল আর আমেরিকার সম্পর্কের মতো অনেকটা।

এ কারনেই কার্ডের নাম দেয়া হয়েছে, এল্ডার্স অফ জিয়ন। এবার দেখুন অলিম্পিক্স এর এবারের লাইট পোস্ট গুলার অবস্থা,পিরামিড তো হয়েছেই সাথে এর লাইট গুলা এমন ভাবে বসানো হয়েছে যেনো একটা চোখ তাদের দেখছে সে সাথে লাইট গুলো একটা ত্রিভুজের ভেতর ইনভার্টেডত্রিভুজের মতো করে বসানো হয়েছে্‌ আমার দেয়া কার্ডের ছবিতে লক্ষ্য করুন, সেই জিয়নদের প্রতীক হচ্ছে ইনভার্টেড ত্রিভুজ! এরপর তারা সেটাকে পবিত্র হিসেবেও চিহ্নিত করেছে, দেখুন অলিম্পিকের রিং গুলো এমন ভাবে দেয়া হয়েছে যেনো সেটা এঞ্জেলিক বা হলি বুঝা যায়! সেক্রেট সোসাইটি প্রাচীন কালে যে আদর্শের ছিলো তারা সেখান থেকে অনেকটা সরে এসে স্যাটানিস্ট এর দিকে ঝুকছে। তারা আন্টি ক্রাইস্ট। যাই হোক এই হচ্ছে মাসকট, এবারের অলিম্পিকের, ওয়ান আইড ম্যান! এবার নিশ্চিন্তে খেলা দেখে যান কোন দুর্ঘটনা ঘটতে হয়তো পারবে না। আমি প্রথমে যে গেম কার্ড টা দিয়েছিলাম সেটাতে যে ত্রিভুজ গুলো আছে তার পাশে আবার উলটো ত্রিভুজ ও আছে, অর্থাৎ তারা বাভারিয়ানদের থেকে একটু কম ক্ষমতাধর, বা ছোটভাইও বলতে পারেন।

ধারনা করা হয় যে এক সময় বাভারিয়ানদের সাথে আদ্ররশগত ভাবে যিয়নদের একয়টা যুদ্ধ বাধতে পারে, সেটা অনেক পরের ব্যাপার। দেখুন নিচের ছবি, এখানে আলোর সাহায্যে সেই ত্রিভুজ , ইনভার্টেড ত্রিভুজ তৈরী করা হয়েছে, এজন্য বলেছিলাম ছবিটা ভালো করে লক্ষ্য করতে। এভাবেই সাবলিমিনিয়ালি এরা আমাদের অবচেতন মনে ঢুকে যাচ্ছে, একদিন এভাবেই দখল করে নেবে পুরো বিশ্ব। আমরা সব্বাই হবো এদের দাস, এরা হবে প্রভু। এই ছবিতে দেখুন অসংখ্য ইনভার্টেড ট্রায়াঙ্গল আর এখানে ভালো করে লক্ষ্য করুন, প্যাগানদের সেই পেন্টাগ্রাম তৈরী হয়েছে আলোর ছায়ায়।

এটাই হচ্ছে সাবলিমাইনাল ম্যাসেজ। প্যারেড এর ছবিটা দেখুন একটা চোখ বানানো হয়েছে, সেই ওয়ান আইড থিংস! [img|http://ciu.somewherein.net/ciu/image/10711/small/?token_id=5acec3494cb6fc494d992065c92d281c খালি ল্যাম্প পোস্ট না, পুরো স্টেডিয়ামও সাজানো হয়েছে ত্রিভুজ দ্বারা এবার দেখুন সেই ইনভার্টেড ত্রিভুজ গুলো এর সাথে মিলছে কনা, এটা সেক্রেট সোসাইটি এর লোগো, ধারনা করা হয়, অনেক গনিতবিসদ এই সেক্রেট সোসাইটি এর অন্ত্ররভুক্ত ছিলেন, একজন নামকরা গনিত বিদ ছিলেন, নামটা এই মুহুর্তে মনে আসছে না, তিনি মূলত এই সোসাইটি তৈরী করেছিলেন, [img|http://ciu.somewherein.net/ciu/image/10717/small/?token_id=89480ce70573b6e2b3b7ce23fdff00f3 হুম তবে এদের নাম হচ্ছে ফ্রি ম্যাসন, এই তাদের লোগোটা অনেকটা জিয়নদের সাথে মিলে যপার্থক্য হচ্ছে, ফ্রিম্যাসনারিদের ত্রিভুজের কোন ভূমি থাকবেনা। [img|http://ciu.somewherein.net/ciu/image/10723/small/?token_id=36fdb4fac77eed09368622661b0fa679 সেক্রেট সোসাইটি এর আরেকটা প্রতীক এন্টি খ্রিস্ট [img|http://ciu.somewherein.net/ciu/image/10729/small/?token_id=214498d73921df3283c04a0ef756610f আর এই হচ্ছে শয়তান লুসিফার টা না হলে এই হুড ওয়ালা ভূত বানানোর কি দরকার ছিলো? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.