আমার লেহা সবাই কপি মারবা ,দেহি কার কত সাহস । দীর্ঘ ছয় মাস পর গত পরশু দিন জেনারেল হইছি । আমার সাথে দেখলাম আর ও অনেকে সেফ আর জেনারেল হইল । তাদের কে সাথে নিয়ে একটা শক্তিশালী চিন্ডিকেট খুলার ইচ্ছা আসে । যার মুল উদ্দেশ্য হিট আর ক্যাচাল । আগ্রহীরা যোগাযোগ করেন । পাদ টীকা - পুরান ভাতে মরা ব্লগাররা ও আসতে পারেন । তবে চুপিচুপি । কমেন্টে যাতে আপনার নিক না দেখা যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।