ধানের শীষ দুলে অহর্নিশ সবুজ ঘাসে হাসে শিশির শামুক বেড়িয়ে আসে খোলস ছেড়ে পতপত উড়ে প্রজাপতি শাড়ি কানাকানি কানিবক জলছায়ায় হংসমিথুন; ঘোমটা খোল বধূ দেখ আলপথ বাম ডান শোন ফসলের গান নাও জীবনের মধু খিলিপানে রাঙাও ঠোঁট বধূর মধু উছলায় জল ছলছল আসুক জোয়ার টলমল নদী খুলে দাও বাতায়ন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।