( অচল বা খুব দুর্লভ কিছু যার থাকে তার সেটা হারানোর ভয়টায় স্বাভাবিক সেই সময় যে তাকে ভয় না দেখিয়ে সাহস দেয় সেই সাহস নামক ডাকাতটার নাম কি " ভালবাসা " নয়!!!!!!!!!!!!! ???? ) শহরের ফুরোন রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া অচল বা খুব দুর্লভ কিছু পেয়ে কোন ছন্নছাড়া কিশোর যেমন ভয়ে ভয়ে থাকে তা হারানোর এই যাদুকর সময় এর থেকে তেমনই কিছু কুড়িয়ে পেয়ে চিরকালের জন্য রুমালের ভেতরে নিজের মনটাকে ভ্যানিস রেখে দেহের সব কেবিন পাল পাটাতন মাস্তুলে সব সমুদ্রের ফেণার স্বপ্নের সুর্যের স্মৃতি নিয়ে বিপর্যস্ত পর্যটক , ঈশ্বরের অলিন্দ , নাবিকের কঙ্কাল অথবা সপ্তর্ষীর মম্যি করা জাহাজী এই সব নিয়ে যখন তোমার অচেনা আমার এই চেনা শহরে আসি তোমার মগজের সীমান্তে গিজগিজ করছে কাটাতার তোমার ঘুমের বিছানা সব সমুদ্রতীর থেকে অদূরের স্যানাটোরিয়ামের কেবিন মন তোমার দেহের অনিকেত প্রান্তর শেকলে মাপা এক অচিন দেশের নো ম্যান্স ল্যান্ড তোমার ঘুমে তাই যদি স্বপ্ন হয়ে কিছুটা ভয়ে সন্ত্রস থাকি দুর্লভে আমাকে না থামিয়ে দিয়ে তোমার চোখের চিল যদি আনন্দের আকাশে হানে প্রথম শুণ্যতার ঝাপটা সেই ডানা দেয় আমার ডানায় ওড়ার সাহস তাই তোমার সেই অভয় দেয়া চোখ আমার না পাওয়ার সমুদ্র প্রাসাদের প্রেমের মুকুটে আকাশে জলের গানে জ্বলজ্বল করা কয়েক আকাশ ভরা নক্ষত্র তারা হীরক অন্ধও বোঝে আগন্তুক বজ্রের দূর্লভ বিকিরণ তোমার চোখে আজ দেখি সেই অন্ধদের দৃষ্টির বিস্ফোরণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।