আমাদের কথা খুঁজে নিন

   

| হুমায়ুন স্যারের সৃষ্ট রক্তমাংসের চরিত্র |

হুমায়ুন স্যার সারাজীবনে হিমু , মিসির আলী, শুভ্র, রুপা, মৃন্ময়ী, বাকের ভাই ইত্যাদি ইত্যাদি অনেক অনেক চরিত্র সৃষ্টি করেছেন । কিন্তু এগুলো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ । তবে শেষ বয়সে এসে তিনি নিজের অজান্তেই তৈরী করে ফেলেছেন একটা রক্ত মাংসের চরিত্র , যার কারণে আজ তাকে লিচুতলায় একা একা শুয়ে থাকতে হচ্ছে । এই চরিত্রকে নিয়ে ইতিমধ্যেই অনেক তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে ।আমি আর নতুন কিছুই বলব না । শুধু এটুকু বলব যে, আমেরিকা প্রবাসীরা যা বলছেন তা যদি সত্য হয়, তাহলে শাওনকে গোটাজাতি সারাজীবন অভিসাপ দিয়ে যাবে | আমার মত সাধারণ ভক্তরা, যাদের নুহাশ পল্লীতে গিয়ে স্যারের কবর জিয়ারত করার সামার্থ্য বা সুযোগ নেই, তারা প্রতি শ্রাবণে শাওনকে একবার হলেও গালি দিবে, হোক নাহয় তা মনে মনে সবশেষে এটাই বলব... মেহের আফরোজ শাওন , হুমায়ুন আহমেদের উপন্যাস থেকে উঠে আসা এক জটিল চরিত্র... স্যারের দুই ছেলে নিষাদ ও নিনিতের সুন্দর ভবিষ্যত্‍ কামনা করছি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।