আমাদের কথা খুঁজে নিন

   

আমার অনলাইন প্রেম



বেশ কিছুদিন আগে একটা ওয়েবসাইটে লগ ইন করেছিলাম । অনলাইনে বন্ধুত্ব ও প্রেমের এবটি ওয়েবসাইট ছিল এটি। কয়েক দিন পর থেকে বুঝতে পারলাম আসল মজা। একের পর এক ইমেইল। মজার ব্যাপার হলো সবগুলোই আবার মেয়েদের ইমেইল।

আমেরিকার কিছু মেয়ের চিঠি তো রীতিমতো আধুনিকতাকে ছাড়িয়ে যায়। এক মেয়েকে তো মেইল করলো সামনের উইকে কি তুমি ফ্রি আছো, আমার সঙ্গে কি ডেট করতে পারবে। মেইল পড়ে বাঙ্গালিপনায় আড়স্ট এই আমি মাঝে মধ্যে লজ্জ্বায় পড়ে যাই। কেউবা আবার মেইল করে প্রেম করবো কিনা। এতো এতো মেয়েদের প্রস্তাব পেয়ে আমি রীতিমতো দিশেহারা।

কার প্রস্তাবে সাড়া দিবো আর কার কাছেই বা মেইল করবো তাই নিয়েই চিন্তায় থাকি। অবশেষে অনেক ভেবে একটা বুদ্ধি বের করলাম। আর সেটা হলো সবাইকেই থ্যাঙ্কস মেসেজ দেওয়া শুরু করলাম। কিন্তু আরেকটা ব্যাপার হলো প্রায়দিনই একজন করে নতুন রুপসী মেইল করছেন । একেই বুঝি বলে অনলাইন প্রেম ।


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।