এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার
#নামঃ Bangladesh Young Entrepreneurs Network
#স্লোগানঃ "Turn Your Dreaming Into Doing"
পবিত্র রমজান মাসকে সামনে রেখে Bangladesh Young Entrepreneurs Network (BDYEN)-এর উদ্যোগে আগামী ৩ আগস্ট (সম্ভাব্য) একটি 'ইফতার মাহফিল ও সেমিনার'-এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে যোগদানে আগ্রহীরা কনফার্ম করুন BDYEN-এর এই ইভেন্ট পেজের মাধ্যমে। কনফার্মকৃতদের অবশ্যই সেমিনারের আগের দিন ফোনে যোগাযোগ করা হবে।
#সেমিনারঃ
স্থানঃ আল-মীম ক্যাটারিং
৬০/১ পুরানা পল্টন, ম্যাক্সিম টাওয়ার (জাতীয় ক্রীড়া পরিষদের বিপরীতে), ঢাকা।
তারিখঃ ০৩ আগষ্ট, শুক্রবার, ২০১২।
সময়ঃ বিকাল ৫টা থেকে ইফতার পর্যন্ত।
১ম পর্বঃ
বিকাল ৫.০০ টাঃ আমন্ত্রিত অতিথিবৃন্দের রেজিস্ট্রেশন শুরু।
বিকাল ৫.৩০ টাঃ কর্মশালার উদ্বোধন এবং কর্মপত্র উপস্থাপন।
বিকাল ৫.৪৫ টাঃ BDYEN এর উদ্দেশ্য, লক্ষ্য, মিশন, ভিশন এবং সাংগঠনিক রূপরেখা উপস্থাপন।
সন্ধ্যা ৬.০০ টাঃ নবীন উদ্যোক্তাদের পক্ষ থেকে উন্মুক্ত আলোচনা।
২য় পর্বঃ
দোয়া, ইফতার গ্রহণ, নামাজের বিরতি।
৩য় পর্বঃ
BDYEN CO-OPERATIVE SOCIETY গঠনের জন্য দলিলপত্র উপস্থাপন এবং একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠন।
৪র্থ পর্বঃ
রিপোর্ট উপস্থাপন
ডিনার (রাতের খাবার) এবং কর্মশালার সমাপ্তি ঘোষণা।
#যোগাযোগঃ
ফোনঃ ০১৭২৭২৬২১৯৫ অথবা ০১৭২২৪৫৫৭৯৬ (সকাল ১০ টা থেকে রাত ১০ টা)
ফেসবুক ইভেন্ট পেজঃ এখানে
ফেসবুক গ্রুপ পেজ- এ যোগ দিন এখানে
ফেসবুক ফ্যান পেজ-এ যোগ দিন এখানে
#বিঃ দ্রঃ - যেহেতু নবীন উদ্যোক্তারা স্বেচ্ছাকৃত এবং স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হওয়ার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে BANGLADESH YOUNG ENTREPRENEURS NETWORK (BDYEN) নামে একটি গ্রুপের মাধ্যমে একত্রিত হয়েছে, তাই কর্মশালাতেও সবার স্বেচ্ছায় এবং সক্রিয় অংশগ্রহণ কাম্য। এজন্য কর্মশালায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি বাবদ ২০০/- টাকা নির্ধারণ করা হলো।
অন দ্য স্পট রেজিস্ট্রেশন হবে।
(এই ফেসবুকে ইভেন্ট অনুসরণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।