আমাদের কথা খুঁজে নিন

   

পিয়েরে বারদুর শ্রেণী সাংস্কৃতিক শোষণের তত্ত এবং রাজনৈতিক ক্যাপিটাল হিসেবে আমাদের বাঙ্গালিয়ানার ব্যবহার

এইটা আমার ব্লগ। শ্রেণী শোষণের -আপার ক্লাস, মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস এর বিভাজন এর সংগাটা বিগত ২০ বছরেনতুন কিছু ডাইমেনশন নিছে। ফ্রেন্চ ফিলোসফার পিয়েরে বারদুরে, এই আইডিয়া গুলোর সব চেয়ে সমন্বিত ধারনা টা দিছেন বলে ধরে নেয়া হয় । তিনি বলছেন যে, অর্থনৈতিক বিভাজন বাদেও ক্লাস ডিভিশানের আরও দুইটা ডাইমেনশন আছে। একটা হইলো সাংস্কৃতিক বিভাজনএবং আরেকটা সামাজিক বিভাজন।

এই গুলোর মধ্যে, সাংস্কৃতিক বিভাজনটারে বারদু অনেক বেশি জোর দিছেন। Click This Link তার কথা হইলো, কোন কালচারাল আচরন টা উচ্চস্রেনির আর কোন আচরন টা নিম্ন শ্রেণির তা আমাদের উচ্চতর সমাজ নির্ধারণ করে দেয়। সহজ বাংলায় এইটাকে আমরা বলি, রুচি। আমরা যে প্রায় বলি, ওর তো টাকা আছে কিন্তু রুচি নাই। এইটাই কিন্তু, বারদুর হিসাব করা, সাংস্কৃতিক বিভাজন।

এই জন্যেই , বারিধারায় রিকশাওয়ালা দের লুঙ্গি নিষিদ্ধ করা হয় । কারন, লুঙ্গি পরাকে একটা নিম্ন শ্রেণির সাংস্কৃতিক আচরণ হিসেবে ধরা হয়তেছে একটা উচ্চ কালচারাল ক্লাস এর কাছে। বারদু এই উচ্চতর আচরণ গুলোরে বলছেন, কালচারাল কেপিটাল। এই কালচারাল কেপিটাল যার কাছে সেই কিন্তু শোষণ করার ক্ষমতা টা অর্জন করে। এই জন্যেই জনতার হাত থেকে, শাহবাগ দখলকরার পর আওয়ামী লীগ, শাহবাগের চেতনা কেপিটালাইয করার জন্যে জামাত শিবির নিষিদ্ধ করার আইন সৃষ্টি করার বদলে জোর দিছে সাংস্কৃতিক উৎসব এর উপর।

কারন, সে জানে এই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিগ্রস্ত ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার একটা মাত্র উপায় হল কালচারাল কেপিটালের উপর তার একচ্ছত্র দখল রাখা । এই বাঙ্গালিয়ানা তার কাছে বিশাল বড় কালচারাল ক্যাপিটাল এবং উচ্চতর সাংস্কৃতিক পজিশান। সেই পজিসান থেকে, বাকি সবাই ক্ষেত, নিম্ন জাত। এবং এই কালচারাল ক্যাপিটালটা ধরে রাখার জন্যে বিভিন্য কালচারাল লিডার দের আওয়ামী লীগ নিয়মিত বিবিধ সুযোগ সুবিধা দিয়া নিজের দখলে রাখে। এই ভাও এ পইড়া, মধ্যবিত্তের মধ্যে সংস্কৃতি সচেতন বড় একটা জনগোষ্ঠী যুগ এর পর যুগ, এক এর পর এক ভণ্ডামি দেখার পরেও তার নিজের ব্যাক্তিগত উচ্চতর সাংস্কৃতিক পজিশনটারে টিকায় রাখার জন্যে আওয়ামী লীগ এর গাট ছাড়তে পারেনা।

কারন একজন মধ্যবিত্ত মানসিকতার ব্যেক্তি তার স্রেনি চেতনার নিচের ধাপে নামার কথা চিন্তাও করতে পারেনা। এইটা তার কাছে, একজন কোটিপতির সব হারিয়ে পথে নামার মতই অপমানজনক। গরীব প্রতিবেশিরা যেমন, দুর্নীতিবাজ আমলার বউ এর গয়না এবং বাড়ি গাড়ীরে হিংসা করতে করতে মরে, তেমনি আওয়ামী এই সাংস্কৃতিক ক্যাপিটালটা একটা বিশাল হিংসার ব্যেপার। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।