১) বিশিষ্ট দানবীর, দানে তার খ্যাতির জুরি নাই, দান বলতে জাকাতের সময় জাকাত আদায় করে থাকেন ২০০/৫০০পিস শাড়ি দিয়ে যা বিশেষ ভাবে বিশেষ দামে ক্রয় কৃত। সেই কাপড়ের জন্য মানুষে লাইন পরে যায় মধ্যরাত থেকেই। দারিদ্র পীড়িত মানুষের কলাহলে মুখরিত থাকে বাড়ীর বাহিরে। দানবীর ঘুম থেকে ওঠেন সকাল ১০টায়, উঠে মানুষকে সারিবদ্ধ ভাবে দাড় করিয়ে জাকাত দিতে থাকেন ঐ সকল শাড়ি, লুঙ্গী।
দানবীরের ধন-সম্পদ বলতে তেমন কিছু নাই।
মাঠে বিভিন্ন কৌশলে ক্রয় কৃত শ'দু্ই একর জমি, কয়েকটি মার্কেট, মাছ চাষের জন্য কয়েকটি পুকুর, কয়েকটি industry আর বউয়ের সামান্য ২/৪শ ভরি স্বর্ণের গহনা মাত্র। তাই ২/৫ শ শাড়ী/লু্ঙ্গী দিয়েই জাকাত সমাপ্ত করে থাকেন।
২) জনৈক ঠিকাদার, সময় পেলেই গাড়ীতে বসে কোরান পাঠ করেন। নামাজ কখনও কাজা হয় কিনা সন্দেহ। তিনিও জাকাত দেন তার গ্রামে গিয়ে শাড়ী লুঙ্গী সাথে ১/২শ টাকা।
উনারও সম্পদ বলতে কিছু নাই। তিনটি ফ্যাক্টরী, ঠিকাদারী ব্যবসা, উত্তরায় ৩টি ফ্লাট, ৪/৫শ ভরি স্বর্ণের গহনা এই আরকি।
উদাহরণে বাংলার অধিকাংশ জাকাত দাতার একই হাল চোখে পড়বে। আসলে কি জাকাত এই ভাবে দেওয়ার নিয়ম? এটি কি লোক দেখানো জাকাত নয়? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।