হিংসাশ্রয়ী ইতিহাসের পাতায় আরও হিংস্র-ইতিহাস (ডেটলাইন : গাইবান্ধার সুন্দরগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি ২০১৩) সুন্দরগঞ্জ সুন্দর রাখেনি অন্ধ সন্ত্রাসীরা নিজেদের মানুষ রাখেনি ঢাকেনি হিংস্রতা ঢাকেনি অসূয়া ঢাকেনি পাশবিকতা শান্তিরামের শান্তি রাখেনি! কী মর্মবিদারক জিহ্বা কেটে চোখ উপড়ে নিয়ে শরিফুলকে হত্যা করা হলো, কী মর্মস্পর্শী আঘাতে আঘাতে পুলিশকে হত্যা করা হলো, কী অমানুষোচিত নিরীহ মানুষের ঘর-বাড়ি লুণ্ঠন করা হলো, কী অমানবিক কান্না ও আর্তচিৎকারের মধ্যেও আগুন লাগানো হলো, কী হিংসনীয় হিংসাশ্রয়ী ইতিহাসের পাতায় আরও হিংস্র-ইতিহাস যুক্ত করা হলো। ওরা জল্লাদ একাত্তরের রাজাকারের জন্মসূত্রে উত্তরবংশ, ওরা কসাই একাত্তরের হত্যাকারীদের প্রশিক্ষণে উত্তরবংশ, ওরা রক্তপিশাচ একাত্তরের নরঘাতকদের রক্তনেশায় উত্তরবংশ, ওরা শয়তান একাত্তরের মতই ধর্মের আলখাল্লা পরে ধর্মবিরোধী উত্তরবংশ, ওরা দানব একাত্তরের অমানবিকতার সকল আঁধার নিয়ে উত্তরবংশ, ওরা পৈশাচিক একাত্তরের অন্ধকারে জন্ম নেওয়া পিশাচের প্রাণ নিয়ে উত্তরবংশ। ওরা হৃদয়হীন ওরা অনুভূতিহীন ওরা দয়াশূন্য ওরা নিষ্করুণ ওদের লজ্জা নেই - আছে নির্লজ্জতা ওদের বিনয় নেই - আছে অভদ্রতার চঞ্চলতা ওদের আত্মত্যাগ নেই - আছে আত্মসর্বস্বতা ওদের সহনশীলতা নেই - আছে হিংস্র-মত্ততা ওদের অন্তর্দৃষ্টি নেই - আছে অন্ধকূপে অন্ধকার ওদের পছন্দ নেই - আছে রুচিহীন প্রবৃত্তি ওদের অনুতাপ নেই - আছে ভয়মিশ্রিত কাতরতা ওদের সাহস নেই - আছে বোধহীন রোষবহিৃ ওদের উদারতা নেই - আছে উদ্ধতপ্রকৃতি ওদের কৃতজ্ঞতা নেই - আছে বিশ্বাসঘাতকতার গুপ্ত ছুরি। ওদের সাথে অনুকরণ করা যায় না - শিশুবন্ধুরা ওদের সাথে সম্পর্ক করা যায় না -কিশোরবন্ধুরা ওদের সাথে সাদৃশমান হওয়া যায় না - যুববন্ধুরা ওদের সাথে একাত্ম হওয়া যায় না - প্রবীণবন্ধুরা তাই - পক্ষপাতহীন থাকা যায় কি? তাই - নিরপেক্ষ থাকা যায় কি? তাই - দোদুল্যমান থাকা যায় কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।