http://www.facebook.com/Kobitar.Khata
১. কালো ছেলেদের ঝকঝকে সাদা দাঁত হয়।
২. থার্ড ক্লাস সার্টিফিকেট ছাগলের খাদ্য।
৩. মেয়ের ছেলে বন্ধুকে কোন বাবাই সহ্য করতে পারেন না।
৪. মেয়েরাই ঘরের কথা প্রিয়জনকে জানাতে আগ্রহ বোধ করে।
৫. বেকার মানুষদের কৌতূহল বেশী থাকে।
৬. বেশীরভাগ রূপবতী মেয়ে নকল হাসি হাসে। হাসার সময় ঢং করার চেষ্টা করে।
৭. মানুষের নিয়ম হচ্ছে, গুরুত্বহীন বিষয়কে গুরুত্ব দেয়া। আর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি পাশ কাটিয়ে যাওয়া।
৮. প্রচন্ড ভয় পেলে স্মৃতি এলোমেলো হয়।
৯. স্বপ্ন হচ্ছে Short time memory.
১০. চিনি বেশী হলে খাওয়া যায়, লবণ বেশী হলে খাওয়া যায় না।
১১. অভিনয় হচ্ছে অন্য মানুষ সাজা। এক অর্থে মানুষকে ভেঙ্গানো।
১২. মানুষের চোখের দৃষ্টি হচ্ছে Convergent. দুই চোখের দৃষ্টি এক বিন্দুতে মিলে। যদি ইচ্ছা করে মিলতে না দেয়া হয়, তাহলেই চোখে মায়া চলে আসে।
১৩. জ্বর হলো শরীরের ঝড়।
১৪. যেকোন বিপদ থেকে উদ্ধারের একটাই পথ - মাথা ঠান্ডা রাখা।
১৫. সব পশু একা খেতে পছন্দ করে, শুধু মানুষ এবং পাখি এই দুই শ্রেণী একা খেতে চায় না।
১৬. অতিরিক্ত দুঃচিন্তার সময় ছেলেমানুষী খেলা খেলতে ভালো লাগে।
১৭. সব মন্দের একটা ভাল দিক আছে।
১৮. মেয়েরা সুখের স্মৃতি দুঃখের স্মৃতি সবই মনে রাখে। কিছুই ভুলে না।
১৯. সব চিন্তা একটার পর একটা করতে হয়। একসঙ্গে তিন-চারটা চিন্তা করা যায় না।
২০. যে জুতা সেলাই করে সে সারাজীবন জুতা সেলাই করে, অন্যকিছু করতে পারে না।
২১. সিচুয়েশন বুঝতে হলে ভাল-মন্দ সব কিছুই জানা দরকার।
২২. কোন মেয়ে যদি সত্যি সত্যি কোন ছেলে প্রেমে পড়ে, সে তখন এই ছেলের আশেপাশের সবকিছুর প্রেমে পড়ে।
২৩. বেকার ছেলে আর কিছু পারুক আর না পারুক প্রেমটা পারে। তারা জন্মই নেয় রোমিও-জুলিয়েটের রোমিও হয়ে।
২৪. পুরুষদের Emotion দেখানোর অনেক Limitation.
২৫. প্রকৃতি বড়ই অদ্ভুত।
প্রকৃতি পুনরাবৃত্তি পছন্দ করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।