[ চৌদ্দ হাজার চারশত একচল্লিশটি কোরআন খতম ও নয়শত পঁয়তাল্লিশটি তাহলীল আদায়ের মধ্য দিয়ে ভাবগম্ভীর পরিবেশে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে সম্পন্ন হল বিশ্বের বৃহত্তম খতমে কোরআন মাহফিল। দরবারে মহিয়সী রাবেয়া বসরী রূহানী আম্মাজানের বার্ষিক ফাতেহা শরীফ গত ২৩ জুলাই প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার আলেম, হাফেজ ও সাধারণ মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং পূর্বঘোষিত তারিখ হতে মহিলা ও প্রবাসী তরিকতপন্থী ও মুহিব্বীনগণ এ খতমে কোরআন আদায় করেন। পবিত্র রমজানের রহমত, মাগফেরাত-নাজাত সর্বোপরি মহত্ব অর্জনে মহান মোর্শেদ গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলী এ ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলের শুভসূচনা করেন। উপস্থিত মুসলিম মিল্লাত পবিত্র রমজান মাসে এমন এক খতমে কোরআন মাহফিলকে সারা মুসলিম জাহানের জন্য এক মহা নেয়ামত ও দোয়া কবুলের উছিলা বলে অভিহিত করেন। যা যুগের গাউছুল আজমের পক্ষ হতে মুসলিম মিল্লাতের জন্য যুগশ্রেষ্ঠ সংস্কার। এতে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি ওলামা পরিষদের সচিব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফী ও কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান। খতমে কোরআন মাহফিল শেষে গাউছুল আজম মাদ্দাজিল্লুহুল আলীর হায়াতে খিজরীয়া, রূহানী আম্মাজানের রাফে দরজাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।