http://www.facebook.com/Kobitar.Khata নিতাদ বেবী'কে
(নিষাদ হুমায়ূন)
বাবাকে সে খুব বেশিদিন কাছে পাবে বলে মনে হচ্ছে না। যদি কোন বিষণ্ন চৈত্রের দিনে বাবার কথা তার জানতে ইচ্ছা করে, তখন এই বই সে পড়বে। এবং নিশ্চয়ই বলবে, আমার বাবা ছিলেন একজন 'দুঃখী বলপয়েন্ট'!
- বলপয়েন্ট
উৎসর্গ
কন্যা লীলাবতীকে
এই উপন্যাসের নায়িকা লীলা। আমার মেয়ে লীলাবতীর নামে নাম। লীলাবতী কোনদিন বড় হবে না।
আমি কল্পনায় তাকে বড় করেছি। চেষ্টা করেছি ভালবাসায় মাখামাখি একটি জীবন তাকে দিতে।
মা লীলাবতী! নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
- দিঘির জলে কার ছাড়া গো
উৎসর্গ
গাজী শামছুর রহমান
যিনি নিজে চোখ বন্ধ করে থাকেন কিন্তু আশেপাশের সবাইকে বাধ্য করেন চোখ খোলা রাখতে।
- এই আমি
উৎসর্গ
Poor FLC-কে
হতদরিদ্র শব্দটির একটি সুন্দর বাংলা আছে, 'নয়দুয়ারি'।
-একটি সাইকেল ও কয়েকটি ডাহুক পাখি
উৎসর্গ
সাধারণ হয়েও অসাধারণ আমার অতি প্রিয় একজন ময়মনসিংহের সালেহ ভাই করকমলে।
- জল পদ্ম
উৎসর্গ
কিছু লেখা আছে কাউকে উৎসর্গ করতে মন চায় না। এই লেখাটি সেরকম। কাজেই উৎসর্গ পত্রে কেউ নেই।
- মিসির আলী আপনি কোথায়?
উৎসর্গ
মধ্যরাতে যাদের সঙ্গে হিমুর দেখা হয়, বইট তাদের জন্য।
-সানাউল্লাহর মহাবিপদ
উৎসর্গ
পক্ষী বন্ধু সাদাত সেলিম
তিনি পাখিদের ভালবাসেন
পাখিরা কি তাঁকে ভালবাসে?
-উঠন পেরিয়ে দুই পা
উৎসর্গ
জুয়েল আইচ
জাদুবিদ্যার এভারেষ্টে যিনি উঠেছেন।
এভারেষ্টজয়ীরা শৃঙ্গ বিজয়ের পর নেমে আসেন।
ইনি নামতে ভুলে গেছেন।
-ম্যাজিক মুনসী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।