ডান বলে যাসনে বামে,বাম বলে ডানে! কিছু তেলুগু মুভি আছেনা যেসব মুভিকে মাষ্ট সি এর কাতারে ফেলা হয়?
এই মুভিটাকেও আমি তেমন ই মনে করি। বড় কোন ষ্টার এই মুভিতে নাই একমাত্র প্রকাশ রাজ ছাড়া!তারপর ও মুভি হিট! খুব ঠান্ডা অথচ দারুন একটা মুভি!
যে মুভিটা নিয়ে এই পোস্ট সে মুভিটাকে বাংলায় নাম দিতে হলে আমি কি দেব জানেন?
গরিবের ভালোবাসা/এতিমের ভালোবাসা!
টিপিকাল বাংলা মুভির নাম থেকে আমিও আসলে বের হতে পারবোনা। যে নাম দর্শক পছন্দ করবেনা সে নামে সিনেমা বানিয়ে কি ফায়দা!!!
জানিনা তেলুগু অঞ্চলে ঠিক কত হাজার অনাথ আশ্রম আছে...কিন্তু তেলুগু মুভিতে অনাথ আশ্রমের ব্যাবসা বহু আগে থেকি চলতেছে।
এই যেমন আমাদের এখানে এতিম খানা!
এতিম অথবা অনাথের দুঃখ আমরা আসলে ঠিকমত বুঝতে পারবোনা...এই মুভিটা দেখলে নায়কের কষ্টে আপনিও সমব্যাথি হইবেন শিউর...আমি খুব ফিল করছি...আপনাদের ব্যাপারে কি হবে জানিনা।
একজন এতিম যখন বড় হয় তার একটা স্বপ্নকেও সে সাথে নিয়েই বড় হয়।
এই মুভির নায়কের ও এমন একটি স্বপ্ন আছে।
সে বড় পরিবারের মেয়ে বিয়ে করবে...যে পরিবারে দাদা দাদি চাচা চাচি চাচাত ভাই বোন সবাই একসাথে থাকে। এমন একটা পরিবারের সাথে সে তার জীবনকে আজীবনের জন্য জড়াতে চায়।
আমাদের জীবনে যা চাই সব কি আমরা পাই?
কিন্তু গল্পের নায়ক এমন একটি মেয়েকে পেয়ে গিয়েছিল। যার জন্য সে তার চাকুরির প্রমোশন না নিয়ে প্রেম করার জন্য ছুটিকে অগ্রাধিকার দিয়েছিল।
কারন সে মেয়েটিকে তো তার ভালোবাসার কথা জানাতে হবে...এর জন্যে সময়ের ও তো দরকার?ভালোবাসার জন্য প্রস্তুতি ও তো দরকার!!!এই ছিল তার যুক্তি...হাহাহা!পাগল ছেলে!
সে মেয়েটি আবার পিতার একমাত্র সন্তান ছিল...যে পিতার কাছে তার মেয়েই পৃথিবি...যে সন্তানের কাছে তার বাবা ই সবচেয়ে গুরুত্বপূর্ন মানুষ...
তারপর কি হল জানতে পারবেন এই মুভি দেখলেই...
আমার কাছে দারুন লেগেছে মুভিটা...আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে!
#মুভিতে কিছু ডায়ালগ আছে নায়কের সাথে নায়িকার বাবার...মুভির বেষ্ট পার্ট ঐ দৃশ্য গুলো...
মুভির ইউটিউব লিঙ্ক!
বোনাস হিসেবে এই জিনিষ...এই কথাগুলো মাঝে মধ্যে আমি খুব ফিল করি...তাই তেলুগু মুভি বিষয়ক পোষ্টে এটা রেখে দিলাম!
নায়কের কথাগুলোর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আমি পাগল হয়ে গিয়েছি বলতে পারেন!
এই ক্লিপটা শুধু আমার জন্য!আপনারা দেখতে চাইলেও দেখতে পারেন। ২:00:25 থেকে 2:01:42 পর্যন্ত ডায়ালগ আর মিউজিকটা!
ছোট একটা ক্লিপ ছিল...কিন্তু ইউটিউব ডিলিট মাইরা দিছে। তাই পুরা মুভিটাই দিয়ে দিলাম ফাও হিসেবে!!!
বোনাস মজা লন!
সাব ছাড়া মুভি দেইখা অভ্যস্ত তাই সাব দিলামনা। গুগল মামারে জিগাইলে সাব ও পেয়ে যাবেন আশা করি! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।