কমলফুল বিমল শেজখানি, নিলীন তাহে কোমল তনুলতা । মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যাথা কদিন সামু ছিলনা তাই পেটের ভাত ভালো করে হজম হচ্ছিল না আহেন কতক্ষণ নাচি বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে , এখন কিছু তা বুঝতে পারলুম কেন সামু বন্ধ রাখা হয়েছে । কোনভাবেই যাতে এই সময়ে ব্লগার রা এক সাথে হতে নাপারে এতো বড় কাহিনী হয়ে গেল দেশে আর সামু বন্ধ! তারা বলছে তাদের মেন্টেন এর কাজের জন্য সামরিক বন্ধ আছে তাই বলে এতদিন ? মডু বলে আগে থেকে নোটিস দিয়েছিলো , যদি তাই হয় তাহলে দেখলাম না কেন । আর এর আগেও তো বিভিন্ন ধরনের আপগ্রেট এর কাজ চলেছে কিন্তু এতদিন ধরে তো চলে নি তারা এমন কি কাজ করছে যে পুরা সামু থেকে ৩,৪ দিন দূরে থাকতে হপে আমাদের " পুরাই চক্রান্ত "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।