২০০৭ সালে যখন আমি প্রথম সামহোয়্যার ইন ব্লগ সাইটটি দেখি তখন বেশ ভালই লেগেছিলো | তার বেশ কিছুদিন আগে থেকেই ব্লগস্পট এ অনেক জনের পার্সোনাল ব্লগ দেখতাম , কিন্তু সেগুলি দেখে ঠিক কেন জানি মন ভরত না। কেন জানি মনে হত একটা বদ্ধ ঘরের মত| যেখানে সাজিয়ে রাখা আছে একটা বউ , সবাই আসে দেখে যায় আর কমেন্ট করে যায়| আবার দর্শকদের অধিকাংশই চেনা পরিচিত| তাই জিনিসটা কেন জানি একঘেয়েমি মনে হত|
তারপর কিছুদিন পরতাম ক্যাডেটকলেজ ব্লগ| এই ব্লগে কিছু কিছু লেখা ভালে লেগেছিলো, কিন্তু সমস্যা একটাই | অধিকাংশ লেখাই ক্যাডেট কলেজ কে ঘিরে আর যায় বিষয়বস্তু হচ্ছে ক্যাডেট কলেজের গুন কীর্তন|
এর মাঝেই সামু পড়া শুরু করেছিলাম | বেশ ভালই লাগতো| ৮০% লেখা পরতাম | তারপর ধীরে ধীরে অনেক লেখক এলো , অনেকে পাঠক হলো , ৮০% লেখা বাদ দিয়ে ২০% পড়ার অবস্থায় এসে দাড়ালো|
মাঝখানে ধর্ম সংক্রান্ত কিছু বিষয় নিয়ে মন খারাপ করে দুরে ছিলাম বছর খানেক | অন্য ব্লগে যেতাম, ভালো লাগতো না| অবশেষে ঠিক করলাম সামুতে আবার ফিরবো, তবে এবার আর সুধু পাঠক নয় | একজন লেখক হিসাবে| লক্ষ্য থাকবে সামুর পাঠকগণ যেন তাদের মূল্যবান সময় দিয়ে আরেকটি ভালো পোস্ট যেন পড়তে পারে|
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।