মনের জানালা একজনকে বলতে শুনেছি, "নতুন বইমেলায় আমরা নতুন হিমু খুঁজেছি, আগের বছরের হিমুর খোঁজ আর রাখিনি"।
শুধু সিরিজ লেখকদের জনপ্রিয়তা এক সময় বেশি থাকে। পরে আস্তে আস্তে কমে। হিমু, মিসির আলি এইগুলো সিরিজ টাইপের হলেও হুমায়ুন আহমেদের লেখা অনেক বই সিরিজ নয়। তার উপরে বড় কথা মাসুদ রানার লেখক বা দস্যু বনহুর তারা একটা জায়াগায় সীমিত ছিল।
আর হুমায়ূন আহমেদ ছিলেন নাটক, চলচিত্র বানানোতে। চলচিত্র সব যুগের জন্য এক আদর্শ জিনিস মানুষের মনে টিকে থাকার জন্য।
আর জীবন দর্শন যিনি এত লেখায় ফুটে তুলেছেন, তিনি হারিয়ে যাবেন না বলেই আমার বিশ্বাস। আমি নিজেকে দিয়েই তার প্রমাণ পাই। সে কবে ছোটবেলায় তার লেখা যে বই ," অন্য ভুবন, পাখি আমার একলা পাখি, নবনী" পড়েছি তা তো এখনো মাঝে মাঝে পড়ি।
কেন পড়ি? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।