প্রত্যেক টি সমস্যা মোকবেলা করতে সিমাবদ্ধতা থাকতে পারে, তাই বলে অহরহ মিথ্যা কথা, মিথ্যা আশ্বাস দিলে নিজেকে সংযত রাখতে পারি না। নিউজটা দেখার পর থেকে চোখের পানি থামাতে পারছি না চোখ ভিজে আসছে। কষ্ট হচ্ছে। একটি মানুষ মরেও রেহায় পাচ্ছে না। কোন দেশে জন্ম নিলাম।
কবর দেয়া নিয়ে প্রধানমন্ত্রী অনুরোধ করেন কিভাবে। যেখানে হুমায়ুন নিজে বলেছেন তাকে নুহাস পল্লীতে তাকে কবর দিতে। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে দলীয় ছায়াতে নিতে এক অপকৌশল নেয়ার। মারা যাওয়ার দিন থেকে শুনে আসছি তাকে নুহাস পল্লীতে দেয়া হবে। হঠাৎ করে গত কাল থেকে ঢাকাতে কবর দেয়ার পায়তারা শুরু হয়েছে।
জাফর ইকবালের কথাতে বোঝা যায় প্রভাব রয়েছে তাদের উপর।
একটি মৃত ব্যক্তির শেষ ইচ্ছাটাও কি পুরন হবে না?
মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছেন চ্যানেল আই আজ কেন রাজাকার যুদ্ধাপরাধি?
আজ শুধু কান্না ও হারানোর ব্যথা, কলিজা মোচড়ানো ব্যথা অনুভূত হচ্ছে।
কি লিখলাম জানিনা।
শুধু বলবো নুহাশ পল্লী ছাড়া তাকে দাফন করা হলে। তাকে অসন্মান করা হবে।
আর এই সব আযোজন গুলো প্রতারনা ছাড়া আর কিছুই না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।