আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্র-নজরুল ও আমি

প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে তুমি কোন কাননের ফুল তুমি কোন গগনের তাঁরা আমি খুঁজতে গিয়ে তোমায় হয়ে যাচ্ছি দিশেহারা আমার ভাবনা এলোমেলো তুমি কি কেবলই ছবি? এসব লিখতে গিয়ে আমি হবো রবীন্দ্রনাথ রবি? আমি বিদ্রোহী নই মোটে আমার উন্নত নয় শির শুধু তোমার জন্যে আমি হয়ে উঠছি যে অস্থির তোমার নয়ন ভরা জল তোমার আঁচল ভরা ফুল? এবার বলতে গিয়ে আমি হয়ে উঠছি কি নজরুল! হলে হলাম না হয় তাই আমার সঙ্কোচ নাই মনে তুমি দিতেই পারো বলে এটি লিখেছি তিনজনে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।