আমাদের কথা খুঁজে নিন

   

চরিত্রহীনতা আর বদচরিত্রের অধিকারী বলেই হিফাযতে জামাতিরা মিথ্যা প্রোপাগান্ডা চালায়।এদের বদচরিত্রের নমুনা দেখুন ।

... গত ৫ মে হিফাযতে জামাত যে তান্ডব চালিয়েছে তা ইতিহাসে বিরল । ইসলাম এর নাম দিয়ে ইসলাম বিরোধী কাজ এমনভাবে আর কেউ করেছে কি না তা ভাবার বিষয় । কাফিরেরাও সহজে সাহস করেনা কোরান শরীফ পোড়াইতে কিন্তু এরা ধর্মের নাম দিয়ে খুব সহজে করেছে। চাক্ষুষ প্রমান থাকার পরেও এই হিফাযতে জামাত তাদের কুকর্মকে অস্বীকার করে অন্যের উপর দায় চাপাচ্ছে । চোরের মার বড় গলাই থাকে।

মিথ্যাবাদীদের দ্বারা সবই সম্ভব । এরা চরিত্রহীন বলেই এদের দ্বারা মিথ্যা বলা সম্ভব। এরা কতটা বদচরিত্রের তা আমি আমার পুর্বের পোষ্টে দেখিয়েছে । হিফাযতে জামাতের সবগুলোর যে কোন না কোন চারিত্রিক ত্রুটি আছে তা আবারো দেখুন । হিফাযতে জামাতের একজন একনিষ্ঠ কর্মীর নাম সালাউদ্দীন মাসুদ ।

তার যোগাযোগের মাধ্যম দেখুন । হিফাযত নিয়ে তার লিখা ,মন্তব্য ডানে দেখুন। এবার দেখুন বুকস -এ তার পছন্দ কি কি ? তার অন্যতম দুটি পছন্দের একটি হল, অন্য পছন্দ হল । এরাই আবার ইসলাম এর কথা বলে !!! মুলত এরা ধর্মব্যবসায়ী,মুনাফিক ,যাদের অন্যতম একটি লক্ষন হল চরিত্রহীনতা । এই বদচরিত্র থাকার কারনেই এদের পক্ষে সম্ভব হয় ইসলাম এর নাম দিয়ে ইসলাম বিরুদ্ধ কাজ করা , হারাম কে হালাল বলা , কোরান শরিফ-হাদিস শরিফ পোড়ানো ।

যারা মুনাফিক তারা মিথ্যাবাদি আর মিথ্যা বাদীদের উপর আল্লাহ পাকের লানত । যার ফলে এরা লানতগ্রশ্ত হয়ে উল্টা-পাল্টা কাজ করছে এবং মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । বিঃদ্রঃ ছবি আপলোড করা যাচ্ছেনা বিধায় দুঃখিত। প্রমানসহ সফট কপি আমার কাছে আছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।